আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকশ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো: পোপ

বাংলাদেশে পোশাক কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ ‘ক্রীতদাসের’ মতো বলে নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। সাভারে ভবনধসে নিহত পোশাকশ্রমিকদের কর্মপরিবেশের কথা জেনে গতকাল বুধবার এক সমাবেশে পোপ এ মন্তব্য করেন। ভ্যাটিকান রেডিওর বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের ভবনটি পুরোপুরি ধসে যায়। ভবনটিতে কয়েকটি পোশাক কারখানা ছিল।

এ ঘটনায় চার শতাধিক শ্রমিক নিহত হন।
পোপ বলেছেন, কিছু শ্রমিকের মাসে মাত্র ৩৮ ইউরো (৫০ ডলার) মজুরি দেওয়ার খবরে খুবই মর্মাহত হয়েছেন তিনি।
তিনি বলেন, ‘স্রষ্টা আমাদের সৃষ্টির ও কাজের সক্ষমতা এবং মর্যাদা দিয়েছেন। এই সুন্দর গুণাবলির বিরুদ্ধে আজ বিশ্বে এই দাসপ্রথা পরিচালিত হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভালো চাকরি না দিয়ে, কেবল লাভ-লোকসান দেখা হচ্ছে, শুধু মুনাফা তুলে নেওয়া হচ্ছে।

এটা স্রষ্টাবিরুদ্ধ কাজ। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.