বিশ্বজিৎ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী রিকশাচালক রিপন সরদারকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে শরীয়তপুর থেকে লঞ্চযোগে ঢাকার সদরঘাটে পৌঁছার পর তাঁকে পুলিশের এক সদস্য মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ বিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষ্য-জেরার ধার্য তারিখ। এ জন্য সাক্ষী রিপন ঢাকায় আসেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘ইউনিফর্মধারী তিন পুলিশ আমারে কয়, তুই না বিশ্বজিৎকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেছিস? তুই-ই তো ওসির চাকরি খাইছস।
আদালতে সাক্ষ্য দিতে যাবি? এসব কইতে কইতে শাহ আলম নামের এক পুলিশ আমার গালে একের পর এক চটকানা মারতে থাকেন। এরপর আমার কোমরে গুঁজে রাখা চার শ টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই পুলিশ। ’ এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, বিশ্বজিৎ হত্যার ঘটনায় সূত্রাপুর থানার ওসির চাকরি চলে গেছে। তাহলে অভিযোগ ওঠা পুলিশ সূত্রাপুর থানার কনস্টেবল হতে পারে।
তার পরও তিনি ঘটনাটি খতিয়ে দেখছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।