আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগের ৩২ আসনে অনড় নুরুল কবীর

ভূমিধস জয়ে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার এক দিন পর ২০০৯ সালের ৮ই জানুয়ারি নিউএজ সম্পাদক নুরুল কবীর বলেছিলেন, ৫ বছর পর নির্বাচন হলে আওয়ামী লীগ ৩২ আসনে জয়ী হবে। প্রায় ৫ বছর পরও নিজের অবস্থানে অনঢ় রয়েছেন এই সম্পাদক। তিনি বলেন, উপ-মহাদেশের ইতিহাসে দেখা গেছে দুই তৃতীয়াংশ আসনে জয়ী দল কখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। বাংলাদেশে বঙ্গবন্ধু, ভারতে ইন্ধিরা গান্ধী এবং পাকিস্তানে ভুট্টোর ক্ষেত্রে তাই ঘটেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য এবার আওয়ামী লীগও পরিস্থিতি হ্যান্ডল করতে ব্যর্থ হয়েছে।

গতকাল বাংলা ভিশনের টকশো ফ্রন্টলাইনে তিনি এসব কথা বলেন। উপস্থাপক সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ৫ বছর আগের দেয়া বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন নুরুল কবীরকে। মানবজমিন প্রধান সম্পাদকের উপস্থাপণাতেই এক টকশোতে ওই কথা বলেছিলেন নিউএজ সম্পাদক। আগের বক্তব্যে নিজের এখনও অনঢ় থাকার কথা জানান নুরুল কবীর। তবে সামনে কোন নির্বাচন দেখা যাচ্ছে না বলে অপর আলোচক সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিকের সঙ্গে একমত পোষণ করেন তিনি।

বাংলাদেশের রাজনীতিতে বিদেশী হস্তক্ষেপ দেখে এরশাদের লজ্জিত হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন নুরুল কবীর। বলেন, বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়ে পৌঁছেছে যে এরশাদেরও লজ্জা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.