আমাদের কথা খুঁজে নিন

   

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রীদের টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২ দফা দাবি আদায়ের লক্ষে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ রোববার সারাদেশের ন্যায় মহাসড়ক অবরোধ কর্মসুচি বাস্তবায়ন করতে সকাল ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাসে মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের মহাসড়কে উঠতে বাঁধা দেয়। এ সময় তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বসে পড়ে ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

পরে শুধু মিছিল করে মহাসড়কের গোলচত্বর ঘুরে আসার পুলিশের অনুমতি নিয়ে মহাসড়কে গেলেও পুলিশ ধাওয়া দেয়। এসময় ছাত্র-ছাত্রীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা সেখান থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তায় অবস্থান কর্মসুচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলা আহবায়ক মীর মহাম্মদ হোসেন চুন্নুর, টাঙ্গাইল জেলা আইডিইবির সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক এস এম মাজহারুল ইসলাম ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব এ এইচ এম জাহাঙ্গীর আলম খানসহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবৃন্দ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.