আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনে বন্দুকযুদ্ধে জেলেসহ আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার

সুন্দরবনের মরাকাগা খালে বনদস্যু আলিফ বাহিনী ও কোস্ট গার্ডের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুক যুদ্ধের এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২০টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৩'শ ১০ রাউন্ড গুলি, সাড়ে ৭ কেজি হরিণের মাংস ও ২টি নৌকাসহ অপহৃত এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনে'র (মংলা) অপারেশন অফিসার লে: এম মহিউদ্দিন মজুমদার জানান, মুক্তিপণের দাবীতে বনদস্যু আলিফ বাহিনী পশ্চিম সুন্দরবনের কয়রার মরাকাগা খালে জেলেদের জিম্মি করে রেখেছে খবর পেয়ে ওই এলাকায় রাতে অভিযান চালায় কোস্ট গার্ড।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুড়লে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। রাত ১ টা থেকে ৪টা ৪৮ মিনিট ধরে চলা বন্দুক যুদ্ধ শেষে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪টি একনালা পয়েন্ট টুটুবোর, ৬টি এলজি রাইফেল, ৫টি পাইপগান ও ৫টি ওয়ানশুটারগান, ৩শ১০ রাউন্ড গুলি, সাড়ে ৭ কেজি হরিণের মাংস, ২টি নৌকা ও অন্যান্য মালামালসহ অপহৃত এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।