আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র প্রদর্শন ইরানের

নতুন করে দুই হাজার কিলোমিটার পাল্লার ৩০টি ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করেছে ইরান। যা ইসরাইল ও আরব সাগরে অবস্থানরত আমেরিকান জাহাজগুলোতে আক্রমণ করতে সক্ষম। তবে, ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়নি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি উপস্থিতিতে আজ রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।

এ সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান গত দুইশ বছর ধরে কোনো দেশে আক্রমণ চালায়নি। ভবিষ্যতেও আক্রমণ চালানোর কোনও সম্ভাবনা নেই। তবে, ইরান যদি কারো দ্বারা আক্রমণের শিকার হয় তবে ইরান তার জবাব দিবে।

উল্লেখ্য, ক্ষেপণাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে ১২টি সেজিল ও ১৮টি গাডর ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করা হয়। ১৯৮০-৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের পর থেকে প্রতিবছর ইরান ক্ষেপণাস্ত্র প্রদর্শনের আয়োজন করে আসছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.