আমাদের কথা খুঁজে নিন

   

আবারো শ্রমিক অসন্তোষ গাজীপুরে

গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম আট হাজার টাকা মজুরির দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছে।

তাদের অবরোধের কারণে আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বোর্ড বাজার, বড়বাড়ি, তেলিপাড়াসহ আশেপাশের বিভিন্ন গার্মেন্ট কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে সড়কে নেমে আসে এবং মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে।

পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে যোগ দিতে থাকে। এ সময় তারা বেশকিছু কারখানা ও যানবাহনে ভাঙচুর চালায়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও মৌচাকে অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।