আমাদের কথা খুঁজে নিন

   

পড়ালেখা নেই তবুও বিশেষজ্ঞ !

গন্ত্যবের শেষ পরিণতি জানা নেই.........

পড়ালেখা নেই। তবু তারা বিশেষজ্ঞ চিকিৎসক। তা আবার এমবিবিএস, এমডি (ডক্টর অব মেডিসিন), পিএইচডি, পিজিটিসহ দেশী বিদেশী নানা ডিগ্রি ঝুলছে তাদের নামের পাশে। সব ধরনের রোগের রোগের বিশেষজ্ঞ চিকিৎসক তারা। শুধু তাই নয়, এসব ভুয়া চিকিৎসকরা নিজেদের সুরক্ষায় বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নামে একটি ভুয়া সংগঠনও রয়েছে তাদের।

দিনের পর দিন সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে হুমায়ুন কবির ও হারুনুর রশিদসহ অসংখ্য ভুয়া চিকিৎসক। তাদের পরামর্শে অষুধ সেবনে কারো জীবন পর্যন্ত যেতে পারে। সূত্র জানায়, নগরীতে সনদ ও রেজিস্ট্রেশনবিহীন বেশ কয়েকজন ভুয়া ডাক্তার চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে। চট্টগ্রামের বন্দরটিলাসহ আশপাশের এলাকার এ ধরনের ১৪ জন ডাক্তারের একটি তালিকাও তৈরি করা হয়। এ তালিকার ভিত্তিতে শনিবার দিনভর র্যা বের ১৪টি টিম নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে।

অভিযানে তালিকাভুক্ত ১০ জন চিকিৎসককে তাদের কথিত চেম্বার থেকে হাতেনাতে আটক করা হয়। আটক ১০ জনকে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম আনোয়ার পাশার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। অভিযানে চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. এইচএম আহসানুল হক আটক ভুয়া চিকিৎসকদের সনদ ও কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাইয়ের পর দু’জনকে ছেড়ে দেয়া হয়। জানা যায়, এসব ভুয়া চিকিৎসকের কোনো সার্টিফিকেট নেই, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি’র রেজিস্ট্রেশন নেই।

তারা নিজেরাই নিজেদের সুরক্ষায় বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নামে একটি ভুয়া সংগঠন করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। - এই যদি হয় আমাদের ডাক্তারদের অবস্থা, কোথায় যাব? কার কাছে যাব? কি তার প্রতিকার! আমাদের বিবেক না অন্য কিছু। সাধারণ লোক কিভাবে বুঝবে আপনি আসল ডাক্তার না নকল কেউ হলফ করে বলতে পারবে না এটা বিপদের সময় আপনি ডাক্তার আপনার কাছ সেবা করা আর সেই আপনি কিনা ........ সময় এখনও শেষ হয়ে যায়নি আমাদের বিবেককে জাগ্রত করি আমি কি করছি? আমার দ্বারা কোন জীবন অকালে ঝরে না পড়ে। আশা করি আমাদের দিকটা খেয়াল রাখবেন আর আল্লাহ একজন যে আছে তা খেয়াল রাখবেন। ধন্যবাদ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.