ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূলে প্লট বরাদ্দ দিয়ে ৩৯ কোটি আত্মসাতের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের নিয়মিত বৈঠকে সাবেক এই প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত হয়েছে বলে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ থেকে আলমগীর কবিরের ঠিকানায় চিঠি দেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।