সোমবার ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ এই সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, অনলাইনে ই-টিআইএন পদ্ধতিতে পুনর্নিবন্ধনে ১০ অঙ্কের জায়গায় ১২ অঙ্কের ই-টিআইএন নম্বর দেয়ার ক্ষেত্রে কর সার্কেল ও জোন পরিবর্তনের কারণে করদাতারা ঝামেলার মুখোমুখি হচ্ছেন।
“এছাড়া আসন্ন ঈদুল আযহা ও দূর্গাপুজার কারণে ব্যবসায়ী করদাতাদের পক্ষে সময়মত আয়কর রিটার্ন দাখিল কর সম্ভব হবে না। ”
এজন্য আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে সরকারকে সুপারিশ করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে এফবিসিসিআই জানিয়েছে।
এই পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
বিষয়টি বিবেচনার জন্য এরইমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি দেয়া হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতিবছর সেপ্টেম্বর মাসজুড়ে আয়কর বিবরণী জমা দেয়ার বিধান রয়েছে।
তবে এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠনের দাবির পরিপেক্ষিতে প্রতিবারই এ সময় বাড়ানো হয়।
রাজধানীসহ বিভিন্ন বিভাগ ও জেলায় আয়কর মেলার আয়োজন সফল হয়েছে অভিহিত করে এজন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অভিনন্দন জানানায় এফবিসিসিআই।
বিবৃতিতে বলা হয়, “এবারের আয়কর মেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে করদাতারা যেভাবে আগ্রহ দেখিয়েছেন তা সরকারের রাজস্ব আহরণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে ব্যবসায়ী সমাজ মনে করে। ”
১৬ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।
এবারের মেলায় এক হাজার ১১৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত বছর আদায় হয়েছিল আটশ কোটি টাকার কিছু বেশি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।