আমাদের কথা খুঁজে নিন

   

রিটার্ন জমার সময় বাড়ল আরো ১৫ দিন

ব্যক্তি শ্রেণীর কর দাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় দ্বিতীয় দফায় আরো ১৫ দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো যারা আয়কর বিবরণী দেননি- তারা ১৫ নভেম্বর পর্যন্ত তা জমা দিতে পারবেন। প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার কথা থাকলেও প্রতি বছরই ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের দাবিতে শেষ মুহূর্তে এই সময় বাড়ানো হয়। এবারো প্রথম দফায় ‘রিটার্ন’ জমার সময় বাড়ানো হয় এক মাস, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত। সৈয়দ এ মু’মেন বলেন, “ঈদ ও পূজার কারণে মাঝে বেশ কয়েক দিন ছুটি থাকায় রিটার্ন দেয়ার সময় আরো ১৫ দিন বাড়ানো হলো।

অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে- এমন কথা বলে গত বছরও ‘রিটার্ন’ জমার সময় বাড়ানো হয়েছিল ২ সপ্তাহ। রাজস্ব বোর্ডের হিসাবে, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৩৫ লাখ ২৭ হাজার ৭৯২ জন হলেও নিয়মিত আয়কর দেন ১৪ লাখের কিছু বেশি মানুষ। এনবিআরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সারাদেশের বিভিন্ন কর কার্যালয়ে ২ লাখ ৮০ হাজার ৫৪৮ জন টিআইএনধারী তাদের বিবরণী জমা দিয়েছেন। আয়কর পাওয়া গেছে ১ হাজার ৫০ কোটি টাকা। গত বছর একই সময়ে ২ লাখ ৩১ হাজার ৮৮ জন টিআইএনধারী আয়কর বিবরণী জমা দেন।

কর পাওয়া যায় ৬০৯ কোটি টাকা। এনবিআরের হিসাবে, ১৯৭২-১৯৭৩ অর্থবছরে দেশে আয়কর আদায় হয়েছিল ১০ কোটি ৩৬ লাখ টাকা, যা ২০১১-২০১২ অর্থবছরে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ টাকা। দেশে বর্তমানে কর ও জিডিপির অনুপাত ১০ দশমিক ৪৯ শতাংশ। ২০১৬ সালের মধ্যে এটা ১৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের মাধ্যমে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা।

এর মধ্যে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.