ঈদ ও পূজার ছুটি এবং হজের কারণে করদাতাদের রির্টান জমা দিতে সমস্যা হওয়ায় দ্বিতীয় দফায় এই সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর নীতি বিভাগের সদস্য সৈয়দ আমিনুল করিম।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ দফায়ও এক মাস সময় বাড়ানো হয়েছে। তবে ২৯ ও ৩০ নভেম্বর শুক্র ও শনিবার হওয়ায় পহেলা ডিসেম্বর রোববারও রির্টান জমা নেয়া হবে। ”
ই-টিআইএন চালু করা নিয়ে জটিলতাও রিটার্ন জমার সময় বাড়ানোর অন্যতম কারণ বলে জানান আমিনুল করিম।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আয়কর বিবরণী জমা দেয়ার বিধান রয়েছে।
তবে প্রতিবারই সময় বাড়ানো হয়।
ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠনের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর এই রির্টান জমা দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছিল।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার বর্ধিত সময়ের রির্টান জমা দেয়ার শেষ দিন ছিল।
গত ৩০ সেপ্টেম্বর এক মাস সময় বাড়ানোর বিষয়ে এনবিআরের সংবাদ বিবৃতিতে বলা হয়েছিল, জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অণুবিভাগের সাম্প্রতিক সম্প্রসারণ এবং পুনর্গঠনের কারণে অধিকাংশ করদাতার আয়কর সংক্রান্ত অধিক্ষেত্র (সার্কেল ও জোন) পরিবর্তিত হয়েছে। এছাড়া সম্প্রতি করদাতাদের জন্য ই-টিআইএন কার্যক্রম চালু হয়েছে।
নতুন ও পুরনো করদাতারা ইন্টারনেটের মাধ্যমে টিআইএন নিবন্ধন ও পুনর্নিবন্ধন করে ই-টিআইএনসহ রিটার্ন দাখিল করছেন।
প্রতিবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার কথা থাকলেও প্রতি বছরই ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের দাবিতে শেষ মুহূর্তে এই সময় বাড়ানো হয়। গত বছর দুই দফায় এই সময় বাড়ানো হয় দেড় মাস।
রাজস্ব বোর্ডের হিসাবে, দেশের ৩৫ লাখ লোকের নামে কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেও নিয়মিত রির্টান জমা দেন ১৭ লাখের মতো। এর মধ্যে কর দিয়ে থাকেন দশ লাখ লোক।
গত ১৬ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে আয়োজিত আয়কর মেলায় এক হাজার ১১৭ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার রাজস্ব আদায় হয়, যা গত বছরের চেয়ে সোয়া তিনশ কোটি টাকা বেশি। গত বছর কর মেলায় ৯৭ হাজার করদাতা কর পরিশোধ করেন, যাতে সরকারের ঘরে রাজস্ব আসে ৮৩৮ কোটি টাকা।
এবারের মেলায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার কোটি টাকা।
সরকারের মেয়াদের শেষ বছরে এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা, যার মধ্যে ৪৮ হাজার ২৯৭ কোটি টাকা আসবে আয়কর বাবদে।
এদিকে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এক বিবৃতিতে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, হজ পালন, ঈদ এবং দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন অফিস/প্রতিষ্ঠান বন্ধ থাকায় রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বিঘ্ন ঘটার তথ্য জানিয়ে বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠন রিটার্ন দাখিলের সময় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে। এ সব বিবেচনায় করদাতাদের সুবিধার্থে ব্যক্তি শ্রেণির রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।