১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশের বিজয় দিবসের মাত্র পাঁচ দিন আগে জামায়াতে ইসলামীকে মুজিবনগর সরকার নির্দিষ্টভাবে নিষিদ্ধ করেছিল।
শুধু জামায়াত নয়, একসঙ্গে চারটি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল। অন্য তিনটি হলো, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, মুসলিম লীগ, নেজামে ইসলাম। একথা সবারই জানা,কিন্তু কেন নিষিদ্ধ হয়েছিল এবং পরে তাদের প্রকাশে রাজনীতি করার সুযোগ কে দিল? এটাই কি বহুদলীয় গনত্রন্ত ?
মুজিবর রহমান ও তার পরিবার কে হত্যার কারণই বা কি ছিল,যাদের হাত থেকে শিশু রাসেল পর্যন্ত রেহাই পেল না?
অন্য দিকে মুজিব কে সন্মানের সাথের দাফন করা হয়েছিলই বা কেন?
আর ৩রা নভেম্বর ১৯৭৫ জেলে বন্দী চার কে হত্যা করার কারন কি ছিল? সেদিন জাতি স্বদ্ধ হয়ে গিয়েছিল,কারণ সেটা জাতির ক্রান্তিলগ্ন।
অন্য দিকে জিয়াউর রহমানের রাজনীতিতে বহুদলের সামাবেশ ঘটানো হয়, জিয়া-র উত্থানের পেছনের নায়কের উদেশ্য কি ছিল?
মওদুদের লেখা বইটিতে হইতো কিছু উত্তর পাওয়া যাবে।
জিয়া হত্যার পর লাখো মানুষের ঢল এবং রাজনীতির পালা পরিবরতন না হওয়ার কারন কি ছিল?
বাংগালী জাতিকে দ্বেত ধারার রাজনীতি শেখালো কে?
জিয়ার হত্যাকারীদের বিচারের খবর বা তরিঘরির কি ছিল?
অনেক কেন আছে যার উত্তর কোথায়??
আর বতর্মানের হেফাজতকে সমর্থন এবং তার ১৩ দফা সাথে দফা,অন্য দিকে জনাব শফি সাহেবের বক্তব্য, শুধু বি এন পি না সাথে ধর্ম-ও
১৯৭২ সালে যুদ্ধ অপরাধের বিচার চলছিল,কিন্তু তার পর ?????
কাদের সিদ্দিকি হইত প্রথম ম খ আলমীরে সনদ প্রদান করেন,তার পর-----------------------????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।