আমার জন্য কেদোঁনা তুমি। তুমি কাদঁলে তোমার সুভাস আমি হারিয়ে ফেলি। আর তোমায় হারিয়ে ফেললে ভালবাসা যে মিছে হয়ে যাবে।
মন্তব্য:
আল - আরাফাত খান: ভালবাসার সুভাস তখনই পাওয়া যাবে যখন তুমি হারিয়ে ফেলবে।
আমি: ভালোবাসায় আমার কাছে কম্পিউটার প্রোগ্রামিং এর রিকার্সিভ (Recursive) ফাংশন এর মত মনে হয়।
ভালোবাসা নিজেই নিজেকে ভালোবাসতে আহবান জানায়। নিজেই নিজেকে চিনতে শেখায়। কিন্তু প্রোগামিং এ রিকার্সিভ ফাংশন পরিহার করতে বলা হয়। কারন কম্পাইলার - পার্সিং এর সময় জটিল রিকার্সন ভেঙ্গে পরতে পারে। ভালোবাসাও অনিশ্চিত।
হুট করেই সব মিথ্যে হয়ে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।