আমাদের কথা খুঁজে নিন

   

আমার গার্লফ্রেন্ড বনাম গাড়ল ফ্রেন্ড দের কথা

লিখার শিরোনাম দেখেই যারা তৃপ্তির ঢেঁকুর তুলছেন এবং মনে মনে বলছেন " পাইসি মাম্মা! এতদিন তাইলে ভাব ধইরা ছিলা,তাই না? তোমার গার্লফ্রেন্ড এর পরিচয় এবার ঠিক ই উদ্ধার করমু!" তাঁদেরকে অতি কষ্টের সাহায্যে জানাচ্ছি যে- আমার কোন গার্লফ্রেন্ড নাই... জি হ্যাঁ, বাস্তবতা আসলেই বড় নির্মম! যারা শিরোনাম পড়েই উৎসাহিত হয়ে উঠেছিলেন, তাঁদের উৎসাহে ভাটা প্রদানের জন্য দুঃখিত! তবে আমার গার্লফ্রেন্ড না থাকলেও কিছু গাড়ল ফ্রেন্ড অবশ্যই আছে যারা জাবি তে ভর্তি হওয়ার পর থেকেই আমার মত মাসুম বাচ্চাকে "গার্লফ্রেন্ড" বিষয়ে অসংখ্য প্রশ্নবাণে এবং মন্তব্যে জর্জরিত করেছে! তাঁদের সেই প্রশ্ন ও মন্তব্য এর নমুনা নিয়েই আমার এই লিখা, প্রশ্ন ও মন্তব্য ছোট ও হালকা থেকে ক্রমশ বড় ও গভীর যন্ত্রণাদায়ক অনুযায়ী সাজানো হয়েছে--- ১. "দোস্ত! তোর গার্লফ্রেন্ড নাই!?!?" বলে এমনভাবে তাকানো যেন আমি একজন মানসিক প্রতিবন্ধী!( "গার্লফ্রেন্ড নাই?" কথাটাকে তারা এমনভাবে বলে যেন আমার গার্লফ্রেন্ড না, দুইটা কিডনি নাই! আর কথা শুনলে আরও মনে হয় সংবিধানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা প্রভৃতি মৌলিক অধিকারের সাথে "গার্লফ্রেন্ড" কেও যোগ করতে হবে!) ২." থার্ড ইয়ার এ উইঠাও তোর গার্লফ্রেন্ড নাই!" বলে হালকা বিস্মিত এবং হালকা দুঃখিত হয়ে( বা হওয়ার ভান করে!) মুখ দিয়ে আস্তে আস্তে "চুক চুক" শব্দ করতে করতে তাঁদের প্রস্থান!( কথা শুনলে মনে হয় প্রেম জিনিসটা থার্ড ইয়ার এ উঠলেই আসবে! আসতেই হবে তাকে! তানাহলে লাইফ খতম! আর কোন চান্স নাই! অথচ তারা মনে হয় ভুলে যায়, প্রেম হল ঘূর্ণিঝড় বা পাশের বাসার প্রতিবেশীর মত, যেকোনো সময় কারণ ছাড়াই কোন আগাম পূর্বাভাস না দিয়েই আসতে পারে!) ৩."জাহাঙ্গীরনগরে পইড়া তোর গার্লফ্রেন্ড নাই!" ( কথা শুনলে মনে হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় = প্রেমের কারখানা! আর আমরা সবাই সেই প্রেমের কারখানার প্রোডাক্ট না হইতে পারলে জাবির ইজ্জত তিব্বত ট্যালকম পাউডার এর মত গুঁড়া গুঁড়া হয়ে যাবে! তাই জাবির ইজ্জত রক্ষার্থে একটি গার্লফ্রেন্ড জোটান খুবই জরুরি!) ৪."এত সুন্দর চেহারা নিয়া তোর গার্লফ্রেন্ড নাই!" (এই পয়েন্টটা লিখতে একটু ভাল্লাগছে, নিজেকে নিয়া প্রশংসা কিনা! সৃষ্টিকর্তার অসীম কৃপায় সাদা চামড়ার একটি শরীর এবং "মোটামুটি চলে" টাইপ একটা চেহারা পেয়েছি! প্রোফাইলে পিকচার দেখেই বুঝতে পারছেন আশা করি ! কিন্তু তাঁদের কথা শুনলে মনে হয়, গার্লফ্রেন্ড তাঁরাই পাবে যাদের চেহারা সুন্দর! যারা অসুন্দর তাঁদের জন্য গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড- টার্মগুলো নিষিদ্ধ! প্রেম যে সুন্দর অসুন্দর মানে না এবং সুন্দর অসুন্দর যে সাদা চামড়া দিয়ে নির্ধারিত হয় না এবং সুন্দর-অসুন্দর যে সম্পূর্ণ আপেক্ষিক একটা বিষয় তা মানুষ কেন বুঝে না বা বুঝতে চায় না তা আমি বুঝি না!) ৫.সবার শেষ এবং সবচেয়ে ভয়ানক প্রশ্ন- " দোস্ত! তুই কি ওইটা? মানে... মেয়েদের ভাল্লাগে না, ছেলেদের লাগে? বুঝতে পারছিস তো কি বলছি... এমন কোন সমস্যা থাকলে বল! ব্যাপার না দোস্ত, মানুষ সমকামী হইতেই পারে! চিন্তা করিস না, আমরা তোর আম্মুরে বুঝাইয়া বলব, অ্যান্টিরে বুঝাব আমরা যে প্রেম তো প্রেম ই! ছেলে কি আর মেয়ে কি? তাই না দোস্ত, চিন্তা করিস না...এই যুগে এগুলা ব্যাপার না!" ( আমার মন্তব্য? মন্তব্য নিষ্প্রয়োজন! এই কথা শুনার পর মাটি কামড়াইয়া চিক্কুর পাইড়া কানতে মন চায়!) অনেক ফাজলামি হল, এবার কিছু সিরিয়াস কথা বলি? গার্লফ্রেন্ড নামক বিষয়টা নিয়ে আমি সত্যিই কখনও চিন্তিত ছিলাম না এবং এখনও নই! এটা তো নিশ্চয় এমন কিছু না যা না থাকলে জীবন থেমে যাবে বা সামনে আগাবে না! (তার মানে এই বলছি না যে সারাজীবন একা থাকব!) যেটা হবার সেটা হবে, যখন হবার তখন হবে! আর আগেই তো বলেছি- এটা পাশের বাসার প্রতিবেশীর মত, যিনি যেকোনো সময় এসে বলেন" এক কাপ চিনি হুবে? চিনি যে শেষ তা না আমার একদম মনে নেই! প্লিয দেন না একটু চিনি!" আর সবচেয়ে বড় কথা হুল, জীবনটাতো মাত্র শুরু হল বিশ্ববিদ্যালয়ে এসে, এখনই এসব কেন? কত কিছু করা বাকি, কত খাবার খাওয়ার বাকি, কত জায়গায় ঘুরার বাকি! সেইখানে কীভাবে আমি আরেকটি মেয়ের দায়িত্ব নিয়ে নেই যেখানে আমি নিজেই নিজেকে এখনও ঠিকমত সামলাতে পারি না! নিজে একটা জায়গায় যাই, তারপর না হয় দেখা যাবে!( তার মানে এই নয় যে যারা প্রেম করেন তাঁদের দোষ দিচ্ছি, আপনি যদি করতে পারেন, আমার কি সমস্যা? সত্যিকারের ভালোবাসা তো আর সবাই পায় না আর জীবন মানেই তো ভালোবাসা! তাই ভালোবাসা কে ভালভাবে ভালবাসুন! ) আর আমার এই ধরনের কোন ইচ্ছা নেই, জাস্ট "টাইম পাস" করার জন্য ৫-১০ মেয়ে নিয়ে ঘুরলাম! জীবনসঙ্গিনী হলে একজনই হবে, তানাহলে আর কেও না! আর আরেকটা কথা আমি নিজের ক্ষেত্রে মেনে চলি- " I am not waiting for a PRINCESS , I am waiting for someone who thinks me as her Prince!!!" পুরো লিখাটা কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্য"বাদ" না দিয়ে ধন্য"যোগ" করলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।