আমাদের কথা খুঁজে নিন

   

স্টুডেন্ট এবং গার্লফ্রেন্ড

জীবন মানেই, অনিশ্চয়তায় গা ভাসিয়ে নিশ্চিন্তে পথ চলা। আমার ছাত্র, স্ট্যান্ডার্ড সেভেনে পড়ে স্কলাস্টিকায়। আমাকে মাঝে মাঝেই চরম অস্বস্তিকর অবস্থায় ফেলে, আমি বাসায় যাবার সাথে সাথে সবসময় তার প্রথম প্রশ্ন থাকে, সার গার্লফ্রেন্ড পাইছেন?? কোনদিন দেরি করে গেলে, সার আপনার কি আজকে ডেট ছিল? আমি প্রতিদিনই এমন আরো অনেক প্রশ্নের সম্মুক্ষিন হই যেমন গত ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডের ২ দিন আগে সে আমাকে বলল, সার আমি কিন্তু ১৪ তারিখ পড়তে পারব না। - কেন? - সার আপনি বুঝেন না? ভালেন্টাইন ডেতে কেউ পড়ে নাকি? - ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ডেট করতে যাবা তুমি - জি সার, সার আপনি যাবেন না? - আমার গার্লফ্রেন্ড থাকলে তো যাব - কি বলেন সার আপনার গার্লফ্রেন্ড নাই? খুবই দুখের ব্যাপার, কেন নেই সার? - কেন নেই সেটা আমি কিভাবে বলব, নাই তাই নাই। তোমার গার্লফ্রেন্ড কি তোমার সাথেই পড়ে? - জ্বি সার, আমরা একসাথেই পরি।

- কতদিন ধরে রিলেশন? - সার ক্লাস ফাইভ থেকে। আমি নির্বাক, ক্লাস ফাইভে পড়ার সময় তো আমি ছেলে মেয়ে সবাইকেই সমান মনে করতাম, আলাদা করতে পারতাম না। আর আমার ছাত্র কিনা ক্লাস ফাইভ থেকেই প্রেম করে। দুনিয়া কই গেছে? তার পর আমার ছাত্র আমাকে বলল, সার আমি আপনাকে কিছু টিপস দেই, আপনি এইগুলা মেনে চলবেন, তাহলে খুব তারাতারি আপনার গার্লফ্রেন্ড হয়ে যাবে। তারপর সে আমাকে “How to Manage a Girlfriend” এর উপর একটা বিশাল বক্তৃতা দিয়ে দিলো।

আমিও মনোযোগ দিয়ে শুনলাম, বিগত ২২ বছরেও যেহেতু কিছু হয় নাই, স্টুডেন্টের টিপস শুনে যদি কিছু হয়। আরেকদিনের ঘটনা, আমি স্টুডেন্টকে ম্যাথ করতে দিয়েছি, সে পুরো লাইন বাই লাইন মুখস্থ করে ম্যাথটা করে দিলো। - তুমি তো মুখুস্থবিদ্যায় অনেক ভালো, ম্যাথ ও মুখস্থ কর, ম্যাথ তো মুখস্থ করার জিনিস না। - না সার আমি বুঝেই করেছি - ওকে, তাহলে আমাকে বুঝায় দাউ কিভাবে করেছো? - (সে বুঝাতে পারে না) সার ইয়ে মানে মানে। - শোন, আমাকে আবলতাবল বুঝানোর চেষ্টা করো না।

আমি তোমার থেকে একটু হলেও বেশি বুঝি। - সার আপনি সবকিছুতে আমার থেকে বেশি বুঝলেও একটা ব্যাপারে কিন্তু আমি আপনার থেকে বেশি বুঝি। - কি? - মেয়েদের ব্যাপারে কিন্তু আমি আপনার থেকে বেশি বুঝি। - মানে - মানে হলো সার আপনার গার্লফ্রেন্ড নাই, আমার আছে। তারমানে আমি আপনার থেকে মেয়েদের সম্পর্কে বেশি বুঝি।

আমি আবারও হতভম্ব। বলার মত কিছুই খুজে না পেয়ে বললাম ম্যাথ কর, ম্যাথ না পারলে তোমার গার্লফ্রেন্ড চলে যাবে। পরক্ষনেই সে আমাকে বলল, সার এইটা ভুল কথা, ম্যাথ পারলেই যদি গার্লফ্রেন্ড থাকত তাহলে তো আপনার অনেক গার্লফ্রেন্ড থাকার কথা, অথচ আপনার একটাও নাই, সুতরাং যে ম্যাথ পারে তার গার্লফ্রেন্ড থাকে না, তাই আমি ম্যাথ বুঝে করি না সার। আপনাকে দেখে শিখেছি। আমি চুপ করে বসে রইলাম।

স্টুডেন্টের ছোটভাই ক্লাস ফোরে পড়ে, সেও কম যায় না। পড়ানোর সময় সে এসে নানান রকম প্রশ্ন করে, সেদিন ছোটভাইয়ের সাথে কথা হচ্ছে - এখান থেকে পড়ান শেষ করে কোথায় যাবেন সার? - আমার আরেকটা টিউশনী আছে। - সার সে কোন স্কুলে পড়ে? - স্কুলে না কলেজে পড়ে - ছেলে না মেয়ে? - মেয়ে - সার সে দেখতে কেমন? আমি ততক্ষনে হতভম্ব, কি উত্তর দিব খুজে পাচ্ছিলাম না। এর পরেই সে বলল, সার কিছুদিন পর বিয়ের কার্ড পাঠাইয়েন কিন্তু। আমি নির্বাক, ধমক দিয়ে বললাম এই বেশি প্যাচাল পাইরো না।

এমন আরো অনেক ঘটনা প্রতিনিয়তই ঘটে, আমি অবশ্য ব্যাপারগুলা অনেক enjoy করি। আজকে এই পর্যন্তই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।