আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা দম্পতির আতিথেয়তায় মুগ্ধ জয়

মঙ্গলবার তার ফেইসবুক ফ্যান পেইজে স্ট্যাটাসে ওবামার সঙ্গে ওই সাক্ষাতকে ‘চমৎকার সন্ধ্যা’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “মা এবং আমি গতকাল রাতে রাষ্ট্রীয় সংবর্ধনা সভায় রাষ্ট্রপতি ওবামা এবং তার পত্নী ফার্স্টলেডি মিসেস ওবামার সাথে সাক্ষাৎ করেছি। তারা দুজনেই খুবই আন্তরিক ও বন্ধুবৎসল। ”
এ সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় স্ত্রী ক্রিস্টিনের অংশ গ্রহণের কথা জানালে, বারাক ওবামা তাকে ধন্যবাদ পৌঁছে দেয়ার অনুরোধ করেছেন বলেও জানান জয়।
“আমি ওবামাকে জানাই, ক্রিস্টিন তাঁর নির্বাচনী প্রচারণা অভিযানে স্বেচ্ছাসেবী ছিল।

তিনি ক্রিস্টিনকে ধন্যবাদ পৌঁছে দিতে অনুরোধ করেন। ”

পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও তার স্ত্রী টেরেসা হাইঞ্জের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে জানিয়ে জয় বলেন “তাঁরা দুজনেই বন্ধুসুলভ ও উষ্ণ ছিলেন, বিশেষ করে তাঁর স্ত্রী। সবমিলিয়ে চমৎকার একটা সন্ধ্যা ছিল। ”
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রোববার রাতে ১৩৩ জন সফরসঙ্গী নিয়ে ঢাকা ছাড়েন তিনি।


প্রধানমন্ত্রী আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে বক্তব্য দেবেন।
এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানী, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন তিনি।
এছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে।
এর বাইরে বেশ কয়েকটি আলোচনা সভায় যোগ দেবেন শেখ হাসিনা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।