আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সেরা ১০ টি ফাইটার প্লেন : পর্ব ২


বিশ্বের সেরা ১০ টি ফাইটার প্লেন : পর্ব ১ 5. F/A-18 Hornet (USA) : F/A-18 Hornet সর্ব প্রথম প্লেন যেটা এক সাথে কয়েকটা কাজ করতে পারে । ইউএস নেভী আর মেরিন কর্পস এর প্রধান ব্যাবহারকারী । শুধু একটা সুইচ ফ্লিপিং এর মাধ্যমে এই প্লেন ফাইটার থেকে স্ট্রাইক মোডে কনভার্ট হয়ে যায় । এয়ার সাপোর্ট, ফাইটার এস্কর্ট, শত্রুর আকাশে অনুপ্রবেশ, দিনে-রাতে যে কোন সময় হামলা করা ইত্যাদি সকল কাজে এই বিমানরে ছাড়া আর কেউ চক্ষে দেখে না । ইরাকে ডেজার্ট স্ট্রম অপারেশনে F/A-18 Hornet ছাড়া অন্য কোন প্লেন পাঠানো হয় নি ।

বিশ্বের সেরা প্লেন হওয়ার যোগ্যতা ছিল কিন্তু ভেক্টর থারস্ট এর ক্রমাগত সমস্যার কারণে এখন কিছুটা পিছিয়ে পড়েছে । 4. JAS 39 Gripen(Sweden) JAS 39 Gripen হল সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার প্লেন যেটা তৈরী করেছে সুইডিশ কোম্পানি সাব । এর সব চেয়ে ভাল ফিচার হল এটি খুবি হাল্কা আর ডেল্টা উইং কেনারড এর জন্য এটি উড়ানো খুব সহজ । এটি ১২০ কিঃমিঃ দূরের জিনিস পর্যবেক্ষণ করতে পারে । যেসব টার্গেট গুলো ভিজুয়াল রেঞ্জের বাইরে সেগুলোকে এয়ার টু এয়ার মিসাইল পাঠিয়ে বোম বাস্টিং খেলার সামর্থ্যও রয়েছে এর ।

3. Sukhoi Su-27(Russia): Sukhoi Su-27 হল মাল্টি-রোল ফাইটার প্লেন যেটার ডিজাইন করেছে সুখোই এভিয়েশন করপোরেশন । আমেরিকান F-15 Eagle এর সাথে পাল্লা দিতেই তৈরি এই Su-27 । এটা সুখোই সিরিজের সবচেয়ে লং রেঞ্জের র প্লেন । সকল ধরনের কমব্যাট অপারেশনে এটি ভাল পারফর্ম করতে পারে । ৩৫৩০ কিঃমিঃ এর মধ্যে যে কোন কিছু ধ্বংস করার ক্ষমতা এর আছে ।

রাশিয়ান পাইলটদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্লেন । বর্তমানে ৭১০ টি Su-27 রাশিয়ার চালু অবস্থায় আছে । 2. Eurofighter Typhoon(U.K., Germany, Italy, Spain): ব্রিটেন, ইটালী, স্পেন ও জার্মানি এই চারটি দেশের সম্মিলিত চেষ্টার ফসল এই । এয়ার অ্যাটাকে চরম ভাবে আগ্রাসী এই প্লেনটি গ্রাউন্ড অ্যাটাকে পাল্লা দিয়ে লড়তে পারে । ২০১১ সালে লিবিয়াতে সামরিক হস্তক্ষেপের সময় ব্রিটেন ও ইটালিয়ান এয়ার ফোর্স Eurofighter Typhoon ব্যাবহার করে ।

Typhoon কে সুপেরিওর ধরা হয় ফ্রেঞ্চ Rafale আর রাশিয়ান Su-27 এর পারফরম্যানস অনুযায়ী । Typhoon বিখ্যাত তার পুল অ্যাবিলিটি আর স্মুথ কন্ট্রোল এর জন্য । 1. F-22 Raptor(USA) শালার আম্রিকা এক খান মাল বানাইছে । বর্তমান বিশ্বে যত গুলো প্লেন সার্ভিসে আছে তার মধ্যে সবচেয়ে এডভান্সড টেকনোলজি আর ব্যায়বহুল প্লেন এই F-22 Raptor । সিঙ্গেল সিট, টুইন ইঞ্জিন ফিফথ জেনারেশন সুপারম্যানুভারেবল এই প্লেনটিতে ব্যাবহার করা হয়েছে স্টিলথ টেকনোলজি ।

লকহিড মার্টিনের তৈরি এই প্লেনটি এয়ার অ্যাটাক এর জন্য তৈরি করা হলেও এটি গ্রাউন্ড অ্যাটাক,ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার, সিগন্যাল ইন্টেলিজেন্স এ সমান ভাবে পারদর্শী । যেকোনো দেশের প্রতিরক্ষা বাহিনীর কাছে F-22 Raptor একটি আতঙ্কের নাম কারন সর্বাধুনিক এক্স-ব্যান্ড রাডার দিয়েও এর উপস্থিতি টের পাওয়া যায় না । দুই দুইটা সুপার কম্পিউটার লাগে এই প্লেনের সকল ফাংশন ব্যাবহার করতে । এই প্লেনটি এখন পর্যন্ত কোন দেশের কাছে বিক্রি করা হয়নি এমনকি আমেরিকার মিত্র ও ন্যাটো সম্পৃক্ত দেশ গুলোর কাছেও না ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.