বুধবার বিকালে এক আলোচনা সভায় বিরোধী দলকে সংসদে ফিরতে স্পিকারের আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই পরামর্শ দেন।
বিএনপিকে সংসদে ফিরার আহ্বান জানিয়ে শিরীন শারমিন আশা প্রকাশ করেন, সংসদে দুই দলের আলোচনায় আগামী নির্বাচন নিয়ে চলমান সঙ্কটের জট খুলতে পারে।
খন্দকার মোশাররফ বলেন, “এ ধরনের কথা আমরা অতীতে অনেক শুনেছি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সরকার যদি একমত না হয়, তাহলে চলমান সঙ্কটের কোনো সমাধান আসবে না।
“তাই স্পিকারকে বলব, আপনি যদি সঙ্কটের সমাধান চান, তাহলে সরকারকে পরামর্শ দিন- তারা যেন নির্দলীয় সরকারের বিষয়ে সংলাপে বসে।
বিরোধী দলকে সংসদে ডাকলে সমাধান আসবে না। ”
জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েটস’ প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্যানেলের পরিচিতি সভার পর সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে একথা বলেন বিএনপি নেতা।
তিনি বলেন, সংসদ বহাল রেখে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপিসহ ১৮ দলীয় জোট অংশ নেবে না।
পঞ্চদশ সংশোধনী করে সরকারই এই সঙ্কট সৃষ্টি করেছে দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের কাজটি তাদেরই করতে আহ্বান জানান মোশাররফ।
একতরফা নির্বাচনের চেষ্টা প্রতিহত করা হবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।