কেনিয়ার ওয়েস্টগেট শপিং মলে জিম্মি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল এ কথা জানিয়েছেন।
ওই মুখপাত্র আরও জানান, আমরা নিশ্চিত করেছি যে, নাইরোবিতে একজন ব্রিটিশ নাগরিক গ্রেফতার হয়েছেন এবং পরামর্শ সহায়তা প্রদানের জন্য যোগাযোগ করছি। তবে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি নারী না পুরুষ তা জানাননি। ব্রিটিশ সংবাদপত্রগুলোতে বলা হয়েছে, ২০০৫ সালে লন্ডন ট্রান্সপোর্ট সিস্টেমে বোমা হামলাকারীদের একজনের স্ত্রী সামান্থা লিউথওয়েইট কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়েস্টগেট শপিং মলে হামলাকারীদের মধ্যে ছিলেন। কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমিনা মোহাম্মদ মার্কিন টেলিভিশনকে সোমবার বলেছিলেন, হামলাকারীদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। পিটিআই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।