বর্ষা মৌসুম শেষ। তারপরও বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়। ভাসিয়ে নিচ্ছে রাস্তা- মাঠ-ঘাট। বৃষ্টি হলেও গরমের তীব্রতা কম নয়। রোদ-বৃষ্টির খেলায় বিপর্যস্ত জনজীবন। এমন পরিস্থিতিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্লাবগুলোর ইচ্ছায় আজ শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ। লিগ ঢাকার। অথচ খেলা হচ্ছে ঢাকার বাইরে বিকেএসপি, বগুড়া এবং রাজশাহীতে। বিকেএসপিতে আজ চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমী। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রানার্স আপ গাজী ট্যাংক খেলবে খেলাঘর সমাজকল্যাণ সংসদের বিপক্ষে এবং রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলবে প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন।
বৃষ্টির কথা মাথায় রেখে লিগ শুরু হলেও রাখা হয়েছে রিজার্ভ ডে। এবারের প্রিমিয়ার ক্রিকেটের স্পন্সর ওয়ালটন।
ঢাকার ক্রিকেট কখনোই ঢাকায় হবে না এটা ঠিক নয়। হবে, তবে ২১ সেপ্টেম্বরের পর। কেননা ২১ সেপ্টেম্বরের পর খেলার উপযোগী হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। মাঠ সংকটে প্রিমিয়ার ক্রিকেটের প্রথম দুই রাউন্ড ঢাকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় রাউন্ডের খেলা হবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে। তিন ভেন্যুতে ক্রিকেট খেলা হলেও মাঠগুলোর ড্রেনেজ পদ্ধতি আন্তর্জাতিক মানের নয়। তাই সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। অবশ্য বিকেএসপি ও রাজশাহীর তুলনায় বগুড়া স্টেডিয়ামের অবস্থা অনেক ভালো। কেননা এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। হয়েছে টেস্ট, ওয়ানডে। তাই এর ড্রেনেজ ব্যবস্থা ভালো। যদিও গত ৫-৬ বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না এখানে। লিগের তিন ভেন্যুর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিকেএসপি-২ মাঠ। এ মাঠের কোনো ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়। যদিও এখানে দেশি বিদেশি দলগুলোর ক্রিকেট ম্যাচ হচ্ছে হরহামেশা। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠ সুপারভাইজার মোহাম্মাদ হুমায়ুন বলেছেন, 'স্টেডিয়ামের আউট ফিল্ড ভালো। টানা বৃষ্টি হলে সমস্যা হবে। তবে আগের রাতে বৃষ্টি হলে পরের দিন খেলা চালানো সম্ভব। আর যেহেতু রিজার্ভ ডে আছে, সুতরাং খেলা চালানোয় কোনো সমস্যা হবে না।' রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের গ্রাউন্ড সুপারভাইজার মোহাম্মাদ রাসেল বলেন, ' টানা বৃষ্টি হলে সমস্যা। তবে অল্প বৃষ্টি হলে কোনো সমস্যা নেই। রিজার্ভ ডে থাকাতে কোনো সমস্যা নেই।'
২০১২-১৩ মৌসুমের ক্রিকেট লিগ মাঠে গড়ানোর কথা ছিল এপ্রিলে। কিন্তু ক্লাবগুলোর টালবাহানা এবং বিসিবির অনীহায় সেটা পিছিয়ে এসে ঠেকেছে সেপ্টেম্বরে। ক্রিকেটারদের দলবদল হয়েছে ২৫ আগস্ট। লটারি পদ্ধতির দলবদল প্রিমিয়ার ক্রিকেট ইতিহাসে হয়েছে এবারই প্রথম। এই পদ্ধতির দলবদল কোনোভাবেই মানতে পারেননি ক্রিকেটাররা। শুধু দলবদলই নয়, পারিশ্রমিকের দড়ি টেনে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে '৬' ক্যাটাগারিতে। এর মধ্যে 'এ' প্লাস ক্যাটাগরিতে চার ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ২২ লাখ টাকা। এছাড়া 'এ' ক্যাটাগরি ১২ ক্রিকেটারের পারিশ্রমিক ১৫ লাখ টাকা। 'বি' প্লাস ক্যাটাগরির ১০ লাখ, 'বি' ক্যাটাগরির ৮ লাখ, 'সি' ক্যাটাগরির ৫ লাখ, 'ডি' ক্যাটাগরির আড়াই লাখ এবং 'ই' ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ১ লাখ টাকা। লটারি পদ্ধতির দলবদল এবং পারিশ্রমিকের রাশ টেনে দিয়েও লিগ মাঠে গড়াতে যাচ্ছে বলে হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) চেয়ারম্যান জালাল ইউনুস, 'আমি খুশি লিগ শুরু হতে যাচ্ছে বলে। লটারি পদ্ধতিতে দলবদল হওয়াতে দলগুলোর মধ্যে শক্তির তারতম্য খুব বেশি নয়। আমি মনে করি দলগুলো শিরোপা লড়াইয়ের জন্য ভালোমানের বিদেশি ক্রিকেটার আনবেন। যাতে লিগ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।'
দলবদল এবং পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। কিন্তু লিগ মাঠে গড়াচ্ছে বলে হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটাররা নিউজিল্যান্ডে সিরিজের প্রস্তুতি হিসেবেই দেখছেন লিগকে।
আজকের খেলা
ম্যাচভেন্যু
ভিক্টোরিয়া-কলাবাগান কেসিএবিকেএসপি-২
গাজী ট্যাঙ্ক-খেলাঘরবগুড়া
প্রাইম ব্যাংক-ব্রাদার্স ইউনিয়নরাজশাহী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।