জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের তীব্র আন্দোলনের মুখে সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সিনেট নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গতকাল চতুর্থ দিনের মতো অবরুদ্ধ ছিলেন দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন (ভারপ্রাপ্ত উপাচার্য) ও অধ্যাপক আফসার আহমদ। উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত রেখেছেন শিক্ষকরা। অন্যদিকে এমফিল পিএইচডি শিক্ষার্থীদের জাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে 'অনিয়মের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন স্থগিতের ব্যাপারে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতি, শিক্ষক ফোরামের শিক্ষকদের অনুরোধে ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের অনুমোদনক্রমে অনিবার্য কারণবশত ৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হলো। পরবর্তীতে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে গতকাল টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ ছিলেন দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন (ভারপ্রাপ্ত উপাচার্য) ও অধ্যাপক আফসার আহমদ। এ ছাড়া তৃতীয় দিনের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট পালন করেছে আন্দোলনকারী শিক্ষকরা। এদিকে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপ-উপাচার্যদ্বয়কে অবরোধ মুক্ত করার ব্যাপারে আন্দোলনকারী শিক্ষকরা আলোচনা করছেন। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছে ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান।
অন্যদিকে গতকাল সকাল সাড়ে ১১টায় এমফিল পিএইচডি শিক্ষার্থীদের জাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে 'অনিয়মের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।