আজ চট্টগ্রামে শিবিরের অর্ধ দিবস হরতাল। হরতালকে কেন্দ্র করে মহানগর, জেলা ও উপজেলার রাজপথ দখলে থাকবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মোড়ে মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশও করবে তারা। তাদের নেতা-কর্মীদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকিও দিয়েছে সরকারকে। তবে এই হরতালের সময় নাশকতা প্রতিরোধে পুলিশ চট্টগ্রাম মহানগরসহ জেলায়ও বিশেষ প্রস্তুতি রেখেছে বলে পুলিশের ঊধর্্বতন কর্মকর্তারা জানিয়েছেন। টহলে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
চট্টগ্রাম নগরীর ভিআইপি থানা হিসেবে পরিচিত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, শিবিরের হরতালের সময় নাশকতা প্রতিরোধের জন্য প্রশাসন প্রস্তুত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।