আমাদের কথা খুঁজে নিন

   

বরিশাল বিএনপির চূড়ান্ত কমিটির পক্ষ-বিপক্ø

বরিশাল মহানগর বিএনপিতে প্রত্যাশিত পদ পেতে নেতারা ওঠে পড়ে লেগেছেন। একদিকে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি তার অনুসারী বিতর্কিত নেতাদের নিয়ে চূড়ান্ত করা কমিটি অনুমোদনের চেষ্টা করছেন। অপরদিকে প্রস্তাবিত চূড়ান্ত কমিটির বিপক্ষে অবস্থান নিয়ে ঢাকায় রয়েছেন ত্যাগী নেতা-কর্মীদের একটি অংশ। সরোয়ারের চোখ ফাঁকি দিয়ে তারা চূড়ান্ত কমিটি পাস না করানোর মিশনে নেমেছেন বলে জানা গেছে। সূত্র জানায়, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে সভাপতি ও সাবেক পিপি কামরুল আহসান শাহিনকে সাধারণ সম্পাদক করে ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি বরিশাল মহানগর বিএনপির কমিটি গঠন করে। পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে

অনুমোদনের নির্দেশ দেওয়া হয়। এরপর কয়েক দফায় বৈঠক হলেও পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত হয়নি। এদিকে গত ৩ সেপ্টেম্বর সরোয়ার এমপির বাসভবনে ১৭১ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়। অভিযোগ ওঠে সভার আগেই সরোয়ার তার অনুসারীদের মধ্যে পদ বন্টন করে রাখেন। বিশেষ করে জ্যেষ্ঠ সহসভাপতি পদে জাতীয় পার্টি থেকে আসা মনিরুজ্জামান ফারুক এবং সাংগঠনিক সম্পাদক পদে 'দলত্যাগী' আলতাফ মাহমুদ সিকদারকে মেনে নিতে পারছেন না দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা। তারা কমিটিতে স্থান পেলে অনেকেই দলত্যাগের চিন্তা করছেন বলে জানিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.