ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সেলোনায় আসায় খুব খুশি ভক্তরা। বার্সেলোনা এমনিতেই দুর্দান্ত। লিওনেল মেসির সঙ্গে নেইমারের জুটি হলে বার্সেলোনা হয়ে যাবে ধরাছোঁয়ার বাইরের এক দল। কিন্তু এই মতের সঙ্গে মোটেও একমত নন বার্সেলোনার কিংবদন্তি তারকা ইয়োহান ক্রুইফ। তিনি দর্শকদের মতো আবেগে গা না ভাসিয়ে যুক্তি দিয়ে কথা বলেছেন। ক্রুইফের দাবি, মেসি-নেইমার জুটি মোটেও বার্সেলোনার জন্য 'শুভ' নয়। ডাচ এই তারকা ফুটবলার বলেন, নেইমারকে আমি খারাপ বলছি না। কিন্তু সে আক্রমণাত্দক ফুটবলার, মেসিও আক্রমণাত্দক ফুটবলার। নেইমার সান্তোসের হয়ে ভালো করেছেন, আর মেসি যে একজন গ্রেট ফুটবলার তা প্রতি ম্যাচেই দেখাচ্ছেন। কিন্তু এ ধরনের ফুটবলার একাদশে একজনই থাকতে পারে। দুজন রাখার কারণে বার্সেলোনার রক্ষণভাগে একজন ফুটবলার কম খেলাতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।