ডিন নিয়োগের ফাইলে স্বাক্ষর না করার শর্তে আট দিন পর অবরোধমুক্ত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। গতকাল বেলা আড়াইটায় শিক্ষক ফোরামের সঙ্গে আলোচনার মাধ্যমে অফিসার সমিতি তাদের মুক্ত করেন। এদিকে উপাচার্যের বাসার সামনে অবস্থান ও কর্মবিরতি অব্যাহত রেখে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেছেন, শিক্ষামন্ত্রী সময়মতো এর জবাব পাবেন। জানা যায়, ডিন নিয়োগ প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা ৩০ সেপ্টেম্বর থেকে ফাইলসহ রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসানকে অবরুদ্ধ করে রাখেন। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার থেকে অবরুদ্ধ রেজিস্ট্রারদ্বয়কে মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করে অফিসার সমিতি। শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী বলেন, রেজিস্ট্রার ডিন নিয়োগের ফাইলে স্বাক্ষর করবেন না এমন শর্তের ভিত্তিতে অবরোধ তুলে নিয়েছি। এদিকে গতকাল বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান বলেন, আইনানুগ ব্যবস্থা নিলে বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধান হবে না বরং আরও বাড়বে। মন্ত্রীর এমন বক্তব্যে শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিউত্তর তিনি পাবেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে শিক্ষা সচিবের আলোচনার আহ্বানের পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষক ফোরামের ১০ জনের একটি প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৭টায় তার সঙ্গে আলোচনায় বসেন।
অন্যদিকে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবি করে উপাচার্যের বাসার সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষক ফোরাম। উপাচার্যও নিজ বাসার সামনে শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে পাল্টা অবস্থান অব্যাহত রাখেন। ফলে ১ অক্টোবর থেকে উপাচার্য ও আন্দোলনকারী শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। তবে উপাচার্য নিয়মিত অফিস করছেন। গতকাল প্রশাসনিক ভবনে তিনি ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিত্ব করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।