প্রশ্ন : রাসূল কাকে বলে?
উত্তর : আল্লাহতায়ালা যাদের প্রতি আসমানি কিতাব কিংবা নতুন শরিয়ত প্রদান করেছেন তাদেরকে রাসূল বলে।
প্রশ্ন : নবী কে?
উত্তর : যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়নি কিংবা নতুন শরিয়ত আসেনি, তারা হলেন নবী।
প্রশ্ন : হজরত হারুন (আ.) কি ছিলেন?
উত্তর : হজরত হারুন (আ.) নবী ছিলেন।
প্রশ্ন : তিনি কার শরিয়ত প্রচার করতেন?
উত্তর : হজরত মুসা (আ.) এর।
প্রশ্ন : খতমে নবুয়ত কী?
উত্তর : নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়তের সমাপ্তি।
প্রশ্ন : খাতামুননাবিয়্যিন কে?
উত্তর : হজরত মুহাম্মদ (স.)।
প্রশ্ন : একজন নবীর ইন্তেকালের পর অন্য নবী কয়টি কারণে আসেন?
উত্তর : তিনটি কারণে আসেন।
প্রশ্ন : কেয়ামত কাকে বলে?
উত্তর : কবর থেকে মানুষ যেদিন উঠে আল্লাহর দরবারে উপস্থিত হবেন, সেই দিনকে কেয়ামত বলে।
প্রশ্ন : কেয়ামত অর্থ কী?
উত্তর : দণ্ডায়মান হওয়া, উঠা।
প্রশ্ন : সাফায়াত অর্থ কী?
উত্তর : সুপারিশ করা, অনুরোধ করা।
প্রশ্ন : কেয়ামতে সাফায়াত কয়টি কারণে করা হবে?
উত্তর : দুটি কারণে শাফায়াত করা হবে।
প্রশ্ন : সাফায়াত কয় প্রকার?
উত্তর : সাফায়াত দুই প্রকার।
প্রশ্ন : 'সাফায়াতে সুগরা' কী?
উত্তর : কেয়ামতের দিন পাপী ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য যে সাফায়াত করা হবে, এটাই সাফায়াতে সুগরা।
প্রশ্ন : সাফায়াতে সুগরা কার অধিকারে থাকবে?
উত্তর : নবী-রাসূল, ফেরেশতা, শহিদ, আলিম, হাফেজ এ সাফায়াতের সুযোগ পাবেন।
প্রশ্ন : সাফায়াতে কুবরা কার অধিকারে থাকবে?
উত্তর : মহানবী হজরত মুহাম্মদ (স.) এর ওপর।
প্রশ্ন : ফারসি ভাষায় জান্নাতকে কী বলা হয়?
উত্তর : ফারসি ভাষায় জান্নাতকে বেহেশত বলে।
প্রশ্ন : জান্নাত কি?
উত্তর : জান্নাত হলো বাগান, উদ্যান, আবৃত স্থান, চির শান্তির স্থান।
প্রশ্ন : জান্নাত কাকে বলে?
উত্তর : আখেরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করা হয়েছে তাকে জান্নাত বলা হয়।
প্রশ্ন : সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনোটি?
উত্তর : জান্নাতুল ফিরদাউস হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত।
প্রশ্ন : জান্নাত কাদের স্থান?
উত্তর : জান্নাত হলো মুমিনদের ও পুণ্যবানদের স্থান।
প্রশ্ন : জান্নাতের চাবি কোনটি?
উত্তর : সালাত বা নামাজ হলো জান্নাতের চাবি।
প্রশ্ন : জাহান্নাম শব্দের অর্থ কি?
উত্তর : আগুনের গর্ত, শাস্তির স্থান।
প্রশ্ন : পৃথিবীর আগুন অপেক্ষা জাহান্নামের আগুনের তাপ কতগুণ বেশি?
উত্তর : পৃথিবীর আগুন অপেক্ষা জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি উত্তপ্ত।
প্রশ্ন : জাহান্নামীদের কি খেতে দেওয়া হবে?
উত্তর : জাক্কুম নামক বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ।
প্রশ্ন : জাহান্নামিদের পানীয় কী হবে?
উত্তর : জাহান্নামিদের পানীয় হবে উত্তপ্ত রক্ত ও পুঁজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।