এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের জন্য বন্ধ রাখা হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ। বন্ধ ছিল প্রায় ৪৩ দিন। ছয় সপ্তাহ বন্ধ থাকার পর আজ আবারও মাঠে গড়াচ্ছে আট দলের প্রথম শ্রেণীর ক্রিকেট। এক ধাপের প্রথম শ্রেণীর ক্রিকেটটির বাকি দুই রাউন্ড। আজ শুরু চার দিনের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। আগামী ১৯ এপ্রিল সপ্তম রাউন্ড। এই প্রথম কঙ্বাজার শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় ক্রিকেটের ম্যাচ হচ্ছে। টি-২০ বিশ্বকাপের মহিলাদের বেশকয়েকটি প্রস্তুতি ম্যাচ হয়েছে কঙ্বাজার স্টেডিয়ামে। ঢাকা-বরিশাল, রাজশাহী-চট্টগ্রাম, খুলনা-ঢাকা মেট্রো এবং সিলেট-রংপুর মুখোমুখি হবে।
গত অক্টোবর থেকে টানা ক্রিকেট খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজের আগে বেশ কিছুদিন বিশ্রাম পেয়েছেন মুশফিকরা। কিন্তু এশিয়া কাপ থেকে টানা ক্রিকেট খেলে চলেছেন টাইগাররা। ক্লান্তির জন্য হয়তো জাতীয় ক্রিকেটের ষষ্ঠ রাউন্ডে তাদের অনেককেই দেখা যাবে না। আইপিএল খেলতে সাকিব আল হাসান এখন আবুধাবি। ইনজুরির জন্য দেখা যাবে না মাশরাফি বিন মর্তুজাকে। দেখা নাও যেতে পারে তামিম ইকবাল, মুশফিক, রুবেল হোসেনসহ আরও বেশ কয়েকজনকে। জাতীয় দলের কারা কারা খেলবেন, কারা খেলবেন না এ প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সদস্য জিয়াউর রহমান তপু বলেন, 'জাতীয় দলের কোন কোন ক্রিকেটার খেলবেন, কারা খেলবেন না, সেটা ম্যাচ শুরু না হলে বলা যাবে না। কারণ আমাদের কাছে সে রকম কোনো তালিকা পাঠানো হয়নি এখনো।'
জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। এ ছাড়া দলগত কোনো পুরস্কার নেই। শুরুতে ৫ লাখ টাকা করে অংশগ্রহণ ফি দেওয়া হয়েছে আট দলকে। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, সেরা ব্যাটসম্যান, বোলাররা প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে পুরস্কার। পাঁচ রাউন্ড শেষে ৮৯ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ের রেসে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী, ৬২ পয়েন্ট নিয়ে সিলেট এবং ৫৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে খুলনা। এই রাউন্ডে ঢাকা যদি পূর্ণ পয়েন্ট পায় বরিশাল থেকে, তাহলে এক রাউন্ড হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। দ্বিতীয় স্থান দলটির সঙ্গে ঢাকার পয়েন্টের পার্থক্য ২৪।
জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ড শুরু হলেও খেলতে পারবেন না মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিন। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিঙ্ংিয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই দুই ক্রিকেটার। অবশ্য ট্রাইব্যুনাল কমিটি এই দুই ক্রিকেটারকে নির্দোষ ঘোষণা করেন। কিন্তু আইসিসি ও বিসিবি রায়ে অসন্তোষ প্রকাশ করে। তাই খেলতে পারছেন না দুই ক্রিকেটার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।