সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের চালানো এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে বলে এনডিটিভির এক খবরে জানানো হয়।
জরিপে অংশ নেয়া ৪৯ শতাংশ ব্যক্তি ওবামার কাজে খুশি নন। ৪৩ শতাংশ অংশগ্রহণকারী ওবামার পক্ষে।
মাত্র ৩০ শতাংশ আমেরিকান বিশ্বাস করেন তাদের প্রয়োজন ও সমস্যার বিষয়ে ওবামা যথেষ্ঠ সচেতন।
নিজের প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে দেশের মানুষের কাছে ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা।
বৈদেশিক নীতি যার মধ্যে সিরিয়া ও ইরান প্রসঙ্গও আছে, অর্থনীতি, স্বাস্থ্যরক্ষা এবং জাতীয় বাজেট ঘাটতি নিয়ে ওবামার কাজের সমালোচনাকারী আমেরিকানদের সংখ্যাই বেশি।
দুই-তৃতীয়াংশ আমেরিকান (২০১২ সালের পর যা সর্বোচ্চ) মনে করেন দেশ ভুল পথে চলছে। দশ জনের মধ্যে প্রায় নয়জন আমেরিকান মনে করেন কেন্দ্রীয় সরকার তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তারা হতাশ।
৫২ বছর বয়সী রিচার্ড রে বলেন, “আমি তাদের জন্য ভোট দিয়েছি এবং যেভাবে সবকিছু চলছে তাতে আমি খুবই হতাশ। “
“আমি স্বাস্থ্য রক্ষা পরিকল্পনা পছন্দ করছি না।
আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে যারা কাজ করে তাদের অনেককে এটার জন্য মূল্য দিতে হচ্ছে। তারা এখন দুইটি চাকরি করছে। তাদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয়েছে কারণ কোম্পানি তাদের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিতে চায় না। “
যদিও ওবামার স্বাস্থ্যরক্ষা নীতি আমেরিকানদের মধ্যে অজনপ্রিয়। কিন্তু যখন বিরোধী রিপাবলিকানরা এই প্রকল্পে অর্থায়ন বন্ধ করার চেষ্টা করেছে তখন বেশির ভাগ জনগণকে পাশেই পেয়েছেন ওবামা।
৫৬ শতাংশ জনগণ মনে করেন সংসদের উচিত যতো দিন সম্ভব ওবামার স্বাস্থরক্ষা আইন যেটা ‘ওবামাকেয়ার’ নামে পরিচতি তার কার্যক্রম চালিয়ে যাওয়া।
মাত্র ৩৮ শতাংশ মনে করে অর্থায়ন বন্ধ করে এই আইন বন্ধ করে দেয়া উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।