লিগ কাপে লিভারপুলকে হারিয়ে কিছুদিন আগে পরাজয়ের প্রতিশোধটা নিয়ে নিল ম্যানইউ। গত বুধবার লিগ কাপে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ। এই মাসেরই প্রথম দিনে ঠিক এই ব্যবধানেই ম্যানইউকে এনফিল্ডে পরাজিত করেছিল অলরেডরা। ওল্ড ট্র্যাফোর্ডে এসে জয়ের ধারাটা ধরে রাখতে পারল না তারা। এই জয়ে ম্যানইউ লিগ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করল। এই রাউন্ডে তারা নরউইচের মুখোমুখি হবে অক্টোবরে। এদিকে লিগ কাপের তৃতীয় রাউন্ড অনেক কষ্টেই পাড়ি দিল আর্সেনাল। গত বুধবার তারা ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ১-১ গোলের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে। চতুর্থ রাউন্ডে গানাররা মুখোমুখি হবে মরিনহোর চেলসির। লিগ কাপে এ ছাড়াও চতুর্থ রাউন্ডে ম্যানসিটি খেলবে নিউক্যাসলের সঙ্গে এবং টটেনহ্যাম খেলবে হালসিটির সঙ্গে।
গত বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ যেন প্রতিশোধ নেওয়ার জন্যই খেলতে নেমেছিল।
ময়েসের সামনে অবশ্য জয় ছাড়া কোনো বিকল্পও ছিল না। ম্যানসিটির বিপক্ষে তাদের গত ম্যাচের পরাজয়টা (৪-১) বড় আঘাত হয়েই দেখা দিয়েছিল। তবে এই পরাজয়ের ক্ষত কাটিয়ে উঠল ময়েসের দল। দলের পক্ষে একমাত্র গোল করে মেঙ্কিান তারকা হাভিয়ের চিচারিতো হার্নান্দেজ জয়ের নায়ক হয়ে আছেন। তবে সত্যি বলতে ওয়েইন রুনি ছিলেন এদিন দুর্দান্ত। বলতে গেলে পুরো মাঠেই ছিল তার ছায়া।
রুনির পারফরম্যান্স মুগ্ধ চোখে দেখেছেন ডেভিড ময়েস। এবার ইংলিশ এই স্ট্রাইকার ভীতি কাটিয়ে নিশ্চিন্তে খেলতে পারেন! ফার্গুসনের আমলের শেষ কয়েকটা মাস তার অনিশ্চয়তার মধ্যেই কেটেছে। ময়েসের সঙ্গেও শুরুটা তেমন ভালো হয়নি। তবে রুনি নিজেকে আলোতে নিয়ে এসেছেন।
এদিকে জার্মান কাপে জয় পেয়েছে পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখ। তারা ৪-১ গোলে হারিয়েছে হ্যানোভারকে। থমাস মুলারের ডাবল এবং পিজারো ও রিবেরির একটি করে গোলে বায়ার্ন মিউনিখ বড় জয় নিয়েই মাঠ ছাড়ে। জার্মান কাপে জয় পেয়েছে শালকেও। তারা ৩-১ গোলে হারিয়েছে ডার্মস্ট্যাডকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।