ফিলিপাইনকে তছনছ করে ভয়ঙ্কর টাইফুন হাইয়ান এখনো ক্ষান্ত হয়নি। সে এখন ধেয়ে চলছে চীন ও ভিয়েতনাম পানে। এরই মধ্যে ঝড়টির আঘাতের আশঙ্কায় ভিয়েতনামের ছয় লক্ষাধিক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভিয়েতনামের বন্যা ও ঝড় নিয়ন্ত্রণ বিভাগের এক কর্মকর্তা গতকাল বলেন, আমরা এক লাখ ৭৪ হাজারের বেশি পরিবারের ছয় লক্ষাধিক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হাইয়ান মোকাবিলার জন্য তারা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে হাইয়ানের আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ১০ হাজার লোক প্রাণ হারিয়েছেন। সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার রোঙ্াস। এদিকে রেডক্রসের পাশাপাশি সেনাবাহিনীও কাজ শুরু করেছে। তবে বন্যার পানির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
ব্যাপকভাবে ধ্বংস হয়েছে দেশটির লাখ লাখ ঘরবাড়ি, অবকাঠামো, স্থাপনা ও ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির লেইটে প্রদেশ। কর্মকর্তারা জানিয়েছেন, হাইয়ানের আঘাতের ফলে প্রদেশটির শতকরা ৮০ ভাগেরও বেশি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে আঞ্চলিক পুলিশপ্রধান এলমার সোরিয়া বলেন, হাইয়ানের আঘাতে শুধু ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেইতি দ্বীপে অন্তত ১০ হাজার লোকের মৃত্যু হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করা হয়নি। আরও বলা হয়েছে, টাইফুন হাইয়ানের আঘাতে ফিলিপাইনের ৩৬টি প্রদেশের ৪০ লাখেরও বেশি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে সৃষ্ট সামুদ্রিক ঝড় টাইফুন হিসেবে পরিচিত। হাইয়ান আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৮০ কিলোমিটার। এটি চলতি বছরে এ পর্যন্ত সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী টাইফুন এবং ফিলিপাইনে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী টাইফুনের একটি। বিবিসি, এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।