আমাদের কথা খুঁজে নিন

   

এবার লাল গ্রহ অভিমুখে ভারতের মহাকাশযান

ভারতের মঙ্গলযান 'পিএসএলভি-সি ২৫' শনিবার রাতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে 'লাল গ্রহ' মঙ্গলের উদ্দেশে রওনা হয়েছে। ভারতের স্থানীয় সময় রাত ১টা ১২ মিনিটে (১ ডিসেম্বর) পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে যায়।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরোর) জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে পেঁৗছবে পিএসএলভি-সি টুয়েন্টি ফাইভ। উল্লেখ্য, ৫ নভেম্বর প্রায় ৭৫ কোটি কিলোমিটার পথ পাড়ি দিতে মঙ্গলযানটি মহাকাশের উদ্দেশে রওনা দেয়। এ অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর চতুর্থ সংস্থা হিসেবে বিরল কৃতিত্বের নজির গড়বে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এর আগে ১৯৯৮ সালে জাপান ও ২০১১ সালে চীন মঙ্গলে অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকেও চলছে মহাকাশযানটির ওপর নজরদারি। এনডিটিভি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.