আমাদের কথা খুঁজে নিন

   

দুর্গতি ও প্রগতি

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

সংসারে যদি না থাকে দুই চারটে পাগল বলুননা বাধবে কি করে তুমুল গণ্ডগোল এ ফাটাবে ওর মাথা চেয়ার টেয়ার দিয়ে ধরাধরি করে দুর্বলটাকে হাসপাতালে ঢোকাবো নিয়ে শাসাতেও ভয় পাই যদি আমরাই খাই ধরা তার থেকে ওদের রাখি প্রোটেকশন দিয়ে ভরা প্রগতিটা দুর্বল সদাই ভিটামিন নিয়ে ঘোরে দুর্গতির কোন ঝামেলা নেই রাত জেগে ঘুমায় ভোরে কার্ল মার্ক্স এর জং ধরা বইয়ে মগ্ন প্রগতি তারেকের ছবিছাপা বই বগলে নিয়ে ঢ্যাং ঢ্যাং ঘোরে দুর্গতি আমারে তুমি রক্ষা করো এ নহে বাপের প্রার্থনা ওদের ভবিষ্যৎ রাশিফল ছাড়াই হয়ে গেছে জানা ।। ২০১৩/সেপটেম্বর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।