আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষার দুর্গতি।



পাকিস্তানি আমলে, ১৯৫২ সালে, বুকের রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা হয়েছিল। বাংলা হয়েছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। এরপর ১৯৭১ সালে, স্বাধীনতা অর্জনের পর বাংলা হয়েছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু শুদ্ধ ও সুন্দর করে এই ভাষা বলা ও লেখার ব্যাপারে আমাদের এখনও যত্ন নেই। আমরা যথেচ্ছভাবে এই ভাষায় কথা বলছি।

লিখছিও। প্রয়োগরীতি একেবারেই মানছি না। ফেব্রুয়ারি মাস এলেই বাংলা ভাষা নিয়ে খুব কথা হয়। আবেগের কথা। ক্ষোভের কথাও।

কিন্তু তাতে ভাষা শিক্ষার ব্যাপারে আমাদের আগ্রহ বাড়ছে না। এই ভাষাকে আয়ত্ত করতে আমরা অনেকেই চেষ্টা করি না। আমরা অধিকাংশজনই ভুল বাংলা লিখি। ভুলগুলোর প্রতি কেউ দৃষ্টি আকর্ষণ করলেও আমরা কান দিই না। লজ্জা পাই না আমাদের ভুলের জন্য।

অথচ এর অন্য চিত্রও আছে। আমাদের দেশেরই হাসান আজিজুল হক। নির্ভুল, সুখপাঠ্য গদ্য লেখেন। একই কথা খাটে হায়াৎ মামুদের সম্পর্কেও। আল মাহমুদ আর আবদুল মান্নান সৈয়দ প্রধানত কবি হলেও চমৎকার গদ্য লিখতেন।

এখনও সুন্দর লিখতে পারেন সৈয়দ শামসুল হক আর রফিক আজাদ। কিন্তু আমরা তাদের লেখার দিকে মনোযোগ দিই না। আমাদের লেখায় প্রভাব পড়ে ভাষায় যাদের কোনো দখলই নেই তাদের লেখার। আমরা অনেকেই অভিধান এবং ব্যবহারবিধির বই দেখি না। বাংলাদেশে অভিধান আর ব্যবহারবিধির বই তেমন নেইও।

অভাবটা সেদিন ধরা পড়ল শাহাবুদ্দীন নাগরীর ফোন পেয়ে। নাগরী সুপরিচিত লেখক। জানতে চাইলেন, স্বত্ব বানান কী? জ্ঞানেন্দ্রমোহন দাশের অভিধানে স্বম্ব বানান স্বত্ব। কিন্তু বাংলা একাডেমীর অভিধানে নাকি সত্ব। কোনটা গ্রহণ করব আমরা।

আমাদের পত্রপত্রিকায় এমনসব ভুল বেরোয় যা শিশুদেরও সাজে না। দুটো শব্দের কথাই ধরা যাক। অজ্ঞাত আর পরবর্তী। অজ্ঞাত মানে যা জানা নয়। লেখা হচ্ছে অচেনা অর্থে।

পরে অর্থে লেখা হচ্ছে পরবর্তীতে। এমন আরও অনেক আছে। তবু কেউ কেউ ভুলগুলো শনাক্ত করার চেষ্টা করেন। চেষ্টা করেন তা দূর করবার। এই কাজে নিয়োজিতদের মধ্যে রয়েছেন সাযযাদ কাদির।

প্রয়োজনীয় একটি বই, বাংলা বানানে ভুল (আগামী প্রকাশনী)। লেখক মোহাম্মদ আমীন। তাকে ধন্যবাদ। ভাষা শহীদ এবং ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে ভাষাটা ভালো করে শিখতেই হবে। সামান্য চেষ্টা করলেই তা সম্ভব।

আসুন, আমরা ভাষার জন্য শ্রম দিই, তার দুর্গতি মোচন করি। রেটিং দিন :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.