ভুল ভুল ভুল ভুল ভুল
সাইকেলের প্রতি আগ্রহ ছোটকালে থেকেই ছিলো। কিন্তু বাপে এক্সিডেন্টের ভয়ে কিনে দেয় নাই। এখন পোলা বড় হইছে তাই নিজের টেকায় কিনবে
বাজেট ১০ হাজার। এই বাজেটে মাউণ্টেন বাইক কোনগুলা ভাল হবে? আমি ডেইলি ২ ঘন্টার বেশি চালাবো না। কোন স্টান্টও করব না। সাইকেল দিয়ে এখানে সেখানে যাবো আর ফটো তুলব
আমার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। বাইকের টেকনিক্যাল কথাগুলো একদমই বুঝি না।
সাইকেল দেখতে পাঙ্খা হতে হবে। পরবর্তীতে সাইকেলে আপগ্রেড করাবো তবে এখন এই বাজেটই ফিক্সড
এই বাইকটা পছন্দ হয়েছেঃ Click This Link
এখন অভিজ্ঞদের সহায়তা কামনা করছি।
ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।