আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের চিঠি; ত্রিশ



৩০ ৩১/১২/১২ আরো একটা বছর পেরিয়ে যাবে শুরু হবে নতুন বছর আর কিছুক্ষণ পর আবারও তোমাকে ছাড়া। মানুষের কত আনন্দ পৃথিবী ব্যাপী। পৃথিবীর এক অংশে এখন নতুন বছরের কলতান। অন্য অংশ অপেক্ষায় আছে, নতুনকে বরণ করার। আজ বছর শেষের দিনটি আমি কোথাও যাইনি, সারাদিন বরফপাত দেখলাম কাঁচের জানালা দিয়ে।

চারপাশ কী অদ্ভুত সুন্দর শুভ্র। আজ অনেক উজ্জ্বল রোদ ছিল হীরের কুচির দ্যূতি দৃষ্টির সীমানায়। বাতাসে তীব্রতা হীমের। শূনের বহু নীচে তাপ মাত্রা। আমার হৃদয়ের মতন।

সেখানে কোন হীরের ঝলক নেই গো তবে একটা দরজা খোলা আছে হাট করে তোমার আসার আশায়, একটা আলোর ঝাড়বাতি জ¦লছে তোমার অপেক্ষায়। বইরে আলোর ফুলকি উজ্জ্বল করে তুলছে রাত্রির অন্ধকার। গীর্জার ঘড়িতে বারোটা বাজার ঘণ্টা বাজল। আমার ঘরের সব ঘড়ি খুলে রেখেছি। আমি কোন সময়ের হিসাব আর করতে চাই না।

তবু সময়ের ঘণ্টা বেজে যায় হাতুরীর মতন। ঠিক বেজে যায়। জানান দিয়ে যায়। দিন যাচ্ছে বছর মাস সময়, মূহুর্ত পেরিয়ে গেল কত। আমার অনেক কান্না আসছে, বুকের ভিতর উথাল পাথাল ঢেউ দম বন্ধ করে দিচ্ছে।

চোখ জ¦ালা করছে, মাথা ধরছে। গলা, বুক মুখ শুকিয়ে উঠছে, ধরফর করছে বুকের ভীতর। এ সব আমি কী বলছি, তোমার কষ্টের এক কনার ধারে কাছেও না আমার কষ্ট। আমি কবে তোমাকে কাছে পাবো? কবে তোমার সব যন্ত্রনা সব কষ্ট গুলো ঠোঁটের ছোঁয়ায় তুলে নেবো। এই বছরটাও আমার কান্না দিয়ে শুরু হলো।

তবু আমি অপেক্ষায় আছি আমার উন্মাতাল ভালোবাসার তীব্রতা নিয়ে অপেক্ষা করছি নীল তোমার জন্য হৃদয় তোমার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।