মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....।
প্রসঙ্গ মিডিয়া:
পৃথিবীটাই কি ছিনিয়ে নেয়ার কুরুক্ষেত্র হয়ে গেল?
নাটক কিংবা মুভির একটা পুরো স্ক্রীপ্ট লিখে দেন, ডিরেক্টর ডিরেকশান দিলো, সেটা আপনি টিভি কিংবা পর্দায় দেখতে গীয়ে দেখবেন, গল্প: আপনি (শুধু এখানেই আপনার নাম)। বাকী কোথাও আপনার নামটি থাকবে না। সব ওই ডিরেক্টর ছিনিয়ে নিয়েছে।
সংলাপ, চিত্রনাট্য- সব ক্ষেত্রে ডিরেক্টরের নাম। আজ এক বড় ভাই মন খারাপ করে এই রকম একটা গল্প করছিল। আমিও এ ধরনের ঘটণা দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে ডিরেক্টর ভাইদের বলছি, একবার ভাবুন পুরো স্ক্রীপ্ট হাতে না নিয়ে কি ডিরেকশন করতে গেছেন আপনি? কেন ভাই অপরের কষ্ট করে তৈরি করা ক্রিয়েশনটা নিজের নামে চালিয়ে দিচ্ছেন।
আপনাদের কথাটা বলতে গেলে, ছেলেটা খারাপ, আর না বললে, ছেলেটা লুজার হতেই থাকবে.......
গণমাধ্যমেও একই অবস্থা, একটা ভাল রিপোর্ট লিখে বড় ভাইয়ের কাছে যান, তিনি একটা দুটা লাইন যোগ করলো, পরদিন পত্রিকায় দেখবেন, আপনার নামের আগে ওনার নামটা যোগ হয়ে গেছে।
এসবের শেষ কবে ভাই....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।