আমাদের কথা খুঁজে নিন

   

অনুগল্পঃ অবুঝ (রাফি সিরিজ)- ৩



অনুগল্পঃ অবুঝ (রাফি সিরিজ)- ২ -আরে আরে, তুমি হাসছো কেনো? -এমনি -এমনি এমনি তো পাগল হাসে। হা হা হা ... -পাগলই তো। তুমি জানো না? -এইযে এখন জানলাম। তা কেমন পাগল তুমি? -পাগল তো পাগলই। কেমন আবার কেমন? -আছে আছে অনেক ধরনের পাগল আছে।

আচ্ছা বাদ। কোথাও একটা রিক্সাও দেখা যাচ্ছে না। -রিক্সা দিয়ে কি হবে? -এতো রাতে বাস তো আর পাবো না। আকাশের যা অবস্থা... যদি বৃষ্টি আসে, তাহলে ভিজতে ভিজতে হাটা লাগবে। -তাহলেতো আরো ভালো হবে।

-ভালো হবে না ছাই। ভিজলে ঠাণ্ডা লাগবে। যদি জ্বর হয়? -হলে হবে। একটু জ্বরের ভয়ে তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাটার আনন্দ মিস করবো ভেবেছ? -আমি ওসব কিছুই ভাবি নি। ভাবছি আজ এতো সুন্দর চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে আছে কেনো? -তোমায় দেখে।

হয়তো তোমায় দেখে চাঁদের কিছুটা অভিমান হয়েছে। -সেটা কেনো? -চাঁদ যদিও অনেক সুন্দর আর সবাই সুন্দরকে চাঁদের সাথে তুলনা করে তবুও চাঁদের কিন্তু কলঙ্ক আছে। কিন্তু তোমার তা নেই। এটাই হয়তো চাঁদের কষ্ট। -আমারো একটা কষ্ট আছে... -বল, শুনি... -আমি স্বপ্ন দেখি না।

-তাহলে এইযে এখন কি দেখছো? -এখন কি দেখছি মানে? -মানে এইযে অন্ধকার রাতে কলঙ্কিত চাঁদের আবছা আলোয় বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা দুজন হাত ধরাধরি করে হাঁটবো, এটা কি স্বপ্ন থেকে কম কিছু? -তা ঠিক। আচ্ছা তুমি কি কোন শব্দ পাচ্ছ? -কিসের শব্দ? -শুনতে পাচ্ছ না? কেমন জানি সাইরেনের মত একটা শব্দ হচ্ছে। ধীরে ধীরে বাড়ছে শব্দটা... এইযে আরো বাড়ছে। উফফ...বিরক্তিকর... অর্পা লাফ দিয়ে ঘুম থেকে জেগে শুনল ওর মোবাইল এখনো অ্যালার্ম বাজিয়ে যাচ্ছে। অ্যালার্ম বন্ধ করে রাফিকে কল দিলো।

স্বপ্নটার কথা ওকে না বলে থাকা যাবে না। কিন্তু পাগলটা কি বুঝবে? হয়তো বলেই ফেলবে, "স্বপ্ন তো স্বপ্নই। ভুলে যা। স্বপ্ন কখনো সত্যি হয় না। " কিন্তু অর্পা চায় ওর এই স্বপ্নটা সত্যি হোক।

হয়তো হবে একদিন...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।