আমাদের কথা খুঁজে নিন

   

সাগরে ৩ নম্বর সতর্কতা

রোববার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তরপশ্চিমদিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।  
“এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ”
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত  দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে  বলেছে অধিদপ্তর।


মৌসুমী নিম্নচাপের শঙ্কা
দীর্ঘমেয়াদি পূর্ভাবাসে অধিদপ্তর জানায়, চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২ টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।   
অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে জানিয়ে পূর্ভাবাসে বলা হয়, ওই সময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ।
নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ।


এ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে বলে দীর্ঘমেয়াদি পূর্ভাবাসে বলা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।