আমাদের কথা খুঁজে নিন

   

কর্মস্থলে দিবানিদ্রা, পদ হারালেন নিউইয়র্কের শ্রমিকনেতা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মস্থলে দিবানিদ্রার কারণে পদ হারালেন শ্রমিক ইউনিয়নের এক নেতা। তিনি হলেন শ্রমিক সংগঠন ‘লোকাল ৯৮৩’-এর প্রেসিডেন্ট মার্ক রোজেনথেল। পৌর কর্মচারীদের সংগঠনের নেতা মার্কের অভ্যাস ছিল অফিসেই একটুখানি ঘুমিয়ে নেওয়া। বিশেষ করে দুপুরের খাবারের পর চেয়ারে বসেই ঘণ্টা খানেক ঘুমানো তাঁর রীতিতে পরিণত হয়েছিল। ঘুম থেকে উঠে বিকেল চারটার দিকে অফিস ছাড়ার অভ্যাসও তাঁর নিত্যদিনের।

৪০০ পাউন্ড ওজনের মার্ক নিজের খাবার খরচের জন্য সংগঠনের তহবিল থেকে মাসে এক হাজার ৪০০ ডলার ব্যয় করতেন। এ নিয়ে গত সপ্তাহে সংবাদ প্রকাশ করে ‘দ্য নিউইয়র্ক পোস্ট’ পত্রিকা। সংবাদে বলা হয়, অফিসের চেয়ারে বসে ঘুমিয়ে পড়া মার্কের নিত্যদিনের অভ্যাস। চেয়ারে বসে তাঁর ঘুমানোর ছবিও জুড়ে দেওয়া হয় সংবাদের সঙ্গে। প্রতিক্রিয়ায় ‘নিউইয়র্ক পোস্ট’কে মার্ক রোজেনথেল বলেছিলেন, অফিসে একটু ঝিমিয়ে নেওয়া বড় কর্তাদের একটি সাধারণ অভ্যাস।

এ নিয়ে বাড়াবাড়ির কোনো মানে আছে বলে মনে করেন না তিনি। ১৫ বছর ধরে ইউনিয়নের সভাপতি শরীরের ওজনের কারণে চেয়ার ভেঙে পড়েও গিয়েছিলেন একবার। এ থেকে পরিত্রাণ পেতে মোটা লোকদের বহনযোগ্য বিশেষ অ্যাম্বুলেন্স সার্ভিস শহরে চালু করতে ভূমিকা রাখেন এ ইউনিয়ন নেতা। এদিকে মার্ক রোজেনথেলের কর্মস্থলে নিদ্রার সচিত্র সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে শ্রমিক সংগঠনে। বছরে এক লাখ ৫৬ হাজার ডলারের বেতনভোগী প্রেসিডেন্টকে অপসারণ করেছেন ইউনিয়নের সদস্যরা।

গত সপ্তাহের শেষের দিকে সংগঠনের কাউন্সিলে মার্কের অপসারণের পর ক্ষুব্ধ ইউনিয়ন সদস্যরা বলেছেন, এখন আর দিবানিদ্রায় মার্কের সমস্যা হওয়ার কথা নয়। Source: Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.