নিউইয়র্কে একটি মেট্রো ট্রেন দুর্ঘটনা হয়েছে। ট্রেনটি লাইনচ্যুত হয়ে পানির মধ্যে এর কয়েকটি বগি ঢুকে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় ট্রেন দুর্ঘটনটাটি ঘটে। এই অঞ্চলে বিপুল সংখ্যক বাংলাদেশি বাস করে।
তবে এতে কোনো বাংলাদেশি রয়েছেন কি না তা এ পর্যন্ত জানা যায়নি।
ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করেছে।
সকাল ৭টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটির একজন যাত্রীকে উদ্ধৃত করে আইউইটনেস নিউজ জানায়, প্রতি রোববার সকালে তিনি এই ট্রেনটিতে যাত্রা করেন। এবং সাধারণ গতির চেয়ে ট্রেনটি একটু বেশি গতিতেই চলছিলো।
ফ্র্যান্ক টাটুলি নামের এই যাত্রী আরও জানান, তিনি নিজের চেষ্টাতেই ট্রেন থেকে বাইরে আসে। তিনি মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছেন।
পোকিপসি থেকে ভোর ৫টা ৫৪ মিনিটে ছেড়ে আসে ট্রেনটি। যেটি সকাল ৭টা ৪৩ মিনিটে নিউইয়র্কের কেন্দ্রবিন্দু টাইমস স্কোয়ারের কাছাকাছি গ্র্যান্ড সেন্ট্রালে পৌঁছানোর কথা ছিলো।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।