আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কের পাবলিক স্কুলে দুই ঈদের ছুটি

অবশেষে প্রত্যাশার প্রতিফলন ঘটতে যাচ্ছে নিউইয়র্ক সিটিতে। পাবলিক স্কুলে দুই ঈদের দিন এবং চায়নিজ নববর্ষের দিন ছুটি ঘোষণার দাবি পূরণে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো যাবতীয় পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।

গত সোমবার সিটি মেয়র জানান, ঈদুল ফিতর, ঈদুল আযহা ও চায়নিজদের নববর্ষ এ ৩ দিনকে পাবলিক স্কুলে ছুটি ঘোষণা করতে নানা সমস্যা, বিশেষ করে বাজেট সম্পর্কিত সমস্যা রয়েছে। তবুও কম্যুনিটির বিরাট একটি জনগোষ্ঠির ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগের প্রতি শ্রদ্ধা জানাতে অনেক পুরনো এই দাবি পূরণে আমি বিশেষভাবে চিন্তাভাবনা করছি।

এর আগে সিটি কাউন্সিলম্যান এবং পাবলিক এডভোকেট হিসেবে দায়িত্ব পালনের সময় কম্যুনিটির অনেক অনুষ্ঠানেই বিল ডি ব্লাসিয়োকে ঈদের দুদিন ছুটির দাবির মুখোমুখি হতে হয়। বছরখানেক আগে এ ব্যাপারে সিটি কাউন্সিলে একটি বিলও পাশ হয়েছিল। কিন্তু মেয়র ব্লুমবার্গের ভেটোর কারণে তা আইনে পরিণত হতে পারেনি।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.