আমাদের কথা খুঁজে নিন

   

তারপরও সম্পর্কোন্নয়ন চান মনমোহন-নওয়াজ

ভারত ও পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির মাধ্যমে পারস্পরিক সম্পর্কোন্নয়নে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রবিবার তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই সাক্ষাতের পর ভারত এটিকে 'কার্যকর' বলে বর্ণনা করেছে। অন্যদিকে পরিস্থিতি 'খুবই ইতিবাচক' বলে জানিয়েছে পাকিস্তান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, উভয় পক্ষই সম্পর্কোন্নয়নে আগ্রহী।

তবে দুজনই স্বীকার করেছেন, সে জন্য আগে দুই দেশের 'লাইন অব কন্ট্রোল' বা সীমান্ত রেখায় শান্তি এবং স্থিতাবস্থা থাকতে হবে। এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি বলেন, এই সাক্ষাতের উল্লেখযোগ্য দিক হচ্ছে, নেতারা জানিয়েছেন তারা দুই দেশের মধ্যে আরও ভালো সম্পর্ক স্থাপনে আগ্রহী। বর্তমানে দুই দেশের যে অবস্থা তা থেকে আরও ভালো সম্পর্ক দেখতে চান তারা। উল্লেখ্য, এ বছর এই পর্যন্ত ৪৪ জন সেনা সীমান্তে প্রাণ হারিয়েছে। আর এ অবস্থায় নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মনমোহনের সঙ্গে বৈঠকে বসলেন।

জি-নিউজ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।