ভারতে ক্রমেই বেড়ে যাচ্ছে সারোগেট মায়েদের সংখ্যা। গর্ভ ভাড়া দেওয়ার এই পেশা বেছে নিচ্ছেন মূলত দরিদ্র নারীরা। কখনো কখনো দেখা যায় টাকা রোজগারের জন্য অবিবাহিত মেয়েরাও এগিয়ে আসছেন এই পেশায়। কিন্তু সঠিক চিকিৎসা আর সচেতনতার অভাবে, বারংবার গর্ভ ভাড়া দেওয়ার ফলে ক্রমশ: মৃত্যুর মুখে ঢলে পড়েছেন অনেক সারোগেট মা-ই।
অন্য কোনও নারীর ভ্রুণ নিজের গর্ভে ধারণ করে সন্তান জন্ম দেওয়ারই আরেক নাম সারোগেসি।
ভ্রণ থেকে সন্তান জন্মানো পর্যন্ত মাঝখানের কাজটি সম্পন্ন হয় অন্য এক জন মায়ের গর্ভে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে। পৃথিবী জুড়ে এই ঐতিহ্য চালু হলেও ভারতবর্ষে ২০০২ সাল থেকে বাণিজ্যিক ভাবে শুরু হয় সারোগেট মাদারের কনসেপ্ট।
দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে এই পেশা। অর্থনৈতিক কারণে এখানে কম টাকায় গর্ভ ভাড়া দিতে রাজি হয়ে যান নারীরা।
ব্যস্ত সেলিব্রিটিদের সন্তান জন্ম নেয় হতদরিদ্র গ্রামের কোনও অজ্ঞাত মায়ের গর্ভে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যে সব নারীর অকাল গর্ভপাত হয়েছে কিংবা অস্ত্রোপচারে বাদ গিয়েছে জরায়ু, তারাই সারোগেসির আশ্রয় নেন বেশি। এছাড়াও রয়েছেন সমকামী দম্পতিরা।
কিন্তু উপযুক্ত চিকিৎসা ও সচেতনতার অভাবে ক্রমশ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সব মায়েরা। সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হলে অনেক ক্ষেত্রেই মেলে না উপযুক্ত ক্ষতিপূরণ।
পৃথিবীর অন্যান্য দেশে সারোগেসি করতে লাগে কয়েক কোটি টাকা। সেখানে ভারতে খরচ হয় মাত্র ১৪ থেকে ২৫ লক্ষ টাকা। তাই বিশ্বের অনেক দম্পতিই বাবা-মা হতে আসছেন এখানে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।