আমাদের কথা খুঁজে নিন

   

রাহুলের বিরুদ্ধে লড়বে আম আদমি

কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধির বিরুদ্ধে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে আম আদমি পার্টি।

দলটির নেতা কুমার বিশ্বাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তিনি উত্তরপ্রদেশের আমেথি থেকে রাহুলের বিরুদ্ধে আম আদমির প্রার্থী হিসেবে লড়বেন।

এখনো পর্যন্ত রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস লড়বে বলে মনে করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কংগ্রেস এখনো তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করেনি।

রাহুলের লোকসভা আসন আমেথি। আসন্ন লোকসভা নির্বাচনে রাহুলের বিরুদ্ধে ভারতের নতুন রাজনৈতিক দল আম আদমির প্রার্থীর লড়াই আসনটির দিকে সবার কৌতূহল তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের আমেথিতে নেহেরু-গান্ধি পরিবার এখনো পর্যন্ত অপ্রতিদ্বন্দী। এখান থেকে এই পরিবারের সদস্যরা কখনো ভোটে হারেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.