আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচার কার্য নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব হোসেনের বক্তব্য চরম আদালত অবমাননার শামিল। তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ বুধবার অ্যাডভোকেট মাহবুবের বক্তব্যের জবাব দিতে আইনমন্ত্রণালয় সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রায় নিয়ে সবচেয়ে ন্যাক্কারজনক কথা বলেছেন অ্যাডভোকেট মাহবুব। তিনি কোলাবরেটার কোর্টের বিশেষ পিপি হিসেবে দায়িত্বপালন করেছে।
অথচ তিনি এখন তার বিরুদ্ধে কথা বলছেন। এটি লিগাল প্রোবেশনের মধ্যে পড়ে না।
মন্ত্রী আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারক ও বিচার কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের প্রতি তিনি হুমকি দিয়েছেন। তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় তার বক্তব্য অনুসরণ করে বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য দিতে শুরু করবেন।
এই বিচার কার্যে যারা জড়িত রয়েছেন তাদের সকলের বিচার করা হবে। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী আজ এ সব কথা বলেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।