আমাদের কথা খুঁজে নিন

   

খন্দকার মাহবুবের রিমান্ড বাতিল

এ বিষয়ে একটি রুলের নিস্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুবকে গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এরপর পুলিশের দায়িত্ব পালনে বাধা, ভাংচুর ও বোমা হামলায় উস্কানির অভিযোগে এক মামলায় গত ৮ জানুয়ারি তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠান ঢাকার মহানগর হাকিম আমিনুল হক।

খন্দকার মাহবুবের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে গেলে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ গত ৯ জানুয়ারি এক সপ্তাহের জন্য রিমান্ড স্থগিত করে দেয়।

রিমান্ডের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করে আদালত।

একই বেঞ্চ গত ১৬ জানুয়ারি রিমান্ড স্থগিতের ওই আদেশের মেয়াদ আরো দুই মাস বৃদ্ধি করে।

রিমান্ড কেন বাতিল করা হবে না- এই রুলের ওপর মঙ্গলবার হাই কোর্টে শুনানি হয়। শুনানি শেষে রিমান্ড বাতিল করে দিয়ে রুলের নিষ্পত্তি করে আদালত।

এদিন এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন আদালতে খন্দকার মাহবুবের পক্ষে শুনানি করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.