চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে রমনা থানার মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া অন্য কোনো মামলায় তাকে গ্রেফতার না করারও নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার আসামিপক্ষের এক আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
খন্দকার মাহবুব হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুবকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।