আমাদের কথা খুঁজে নিন

   

অপরাজেয় বাঙ্গালী....

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

ডানা কাটা কপোত নিয়ে, মানুষ নামে পাপাত্মারা মেতেছিল নেশায়। ঝরে পড়া পালক উড়িয়ে, নৃশংসতায় ডুবেছিল তারা যেথায়।

সে আমার দেশের মাটি, আজো যার বুকেতে অমলিন রক্তের দাগ। অত্যাচারের মশাল উঠিল কাপিঁ, যবে শুনিল তারা দুরন্ত বাঙ্গালীর ডাক। মার খেতে খেতে, যবে ঠেকিল দেয়ালে পিঠ। মায়ের শাড়ির আচলে, আচলে লুকিয়ে মোরা হয়েছি ভীত্। ভাইয়ের খুনেরা ক্ষোভে চিৎকার করে, এরা আমাদের জাত শত্রু।

তাজা রূধিরের আর্তচিৎকারে, স্বাধীনতার আকাঙ্খা শুনাল মায়ের অশ্রু। সুষুপ্ত বাঙ্গালী, যবে উঠিল জেগে, নির্মম অত্যাচারী, পালালো প্রবল বেগে। সোনালী রদ্দুর হাসিল শেষে, বিদঘুটে আধাঁরের নিগড় ছিড়ে। হাসির রেখা উঠিল ফুটে, বিষন্ন মায়ের ক্লান্ত মুখ ঘিরে। ....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.