আমাদের কথা খুঁজে নিন

   

♣।।--হয়ত কৃষ্ণচুড়া, হয়ত অবসান--।। ♣

"রাজনীতি মানুষের কাজ, ছাগুদের উচিৎ কাঁঠাল পাতা চিবানো, লোকালয় থেকে দূরে গিয়ে!"
কবিতারা ভালো থেকো, ছন্দপতনের যন্ত্রণায় পোড়াবোনা আর, শব্দ-জটের অস্থিরতায় করবো না অভিশপ্ত, লুপ্ত রয়ে যাবে তুমি মনের সুপ্ত আবেগ জুড়ে, জানি তুমি আসবেনা আর নিকষ রাতের আঁধারে, জানি বলবেনা আর কথা, ঘুমজাগা কোন প্রহরে। রেখে দেবো তোমায় নাহয় ছেঁড়া খাতার পাতায় নিশ্চিন্তে থেকো ঘুমিয়ে। মৃত সব বন্ধুত্ব সুখে থেকো, চায়ের পেয়ালায় গল্প বোনার অনুরোধ আর নেই, খেলাচ্ছলে নেয়া দুষ্টু প্রতিশোধ হলো সমাপ্ত, শূন্য আকাশে তাকিয়ে মেঘ গোনার পাগলামীটা দূরেই থাক! আকাঙ্ক্ষাহীন কিছু মুহূর্ত মহানই থেকে যাক, থেকে যেও নীরবে-নিভৃতে, হৃদয়ে, হারিয়ো স্মৃতি সব বহমান প্রপাত প্রলয়ে, জীবন্ত অথচ অদৃশ্য অনুভূতি সুখে থাক! শেষ রাতের কষ্টরা ভালো থেকো, তোমাদের সঙ্গ দেবার কষ্টে আর ফেলবো না হয়ত, হয়ত সিগারেটের ধোঁয়ায় হারিয়ে করবো না গল্প, ধরবো না বায়না হঠাত এক কাপ চায়ের জন্য, ভুলে যাবে তুমি সময়-যন্ত্রের যন্ত্রণায়, আপন খানিক করেছিলাম তোমায়। ভোরবেলাকে জানিয়ো আমি দুঃখিত, ব্যাথিত, জানিয়ো পারিনি নিয়মতান্ত্রিকতায় সঙ্গী হতে তার, কীই বা এসে যায়, তোমাকে পেয়েছি ভেবেছিলাম, পেয়েছিলাম তোমাকে হয়ত! পেরিয়ে আসা পথগুলো আরো সবুজ হয়ো, আবার হাঁটবার আহ্বানে অভিমানী হবোনা আনমনে, ঈর্ষান্বিত হবোনা পথিকের তরে, সে হাঁটুক পরম সুখে, শুধু শিশির ভেজা ভোরের ঘাসকে কৃতজ্ঞতা! আর দুপাশে অযত্নে বেড়ে ওঠা ঝোপ-ঝাড়ের স্বপ্নময়তা, অন্য কারো পদক্ষেপে হলেও মহিমান্বিত হোক, ভালো থাকো পথের একান্ত সাথী হওয়া বিষণ্ণতা। ঘূর্ণায়মান পৃথিবী ভালো থেকো, ধারণ করতে থাকো যত কষ্টময় প্রাণ রয়েছে বা আসবে, বহন করতে থাকো যত অশ্রু হেথায় ঝরেছে বা ঝরবে, তবু অনুরোধ রইলো সামান্য আমার তরফ থেকে, জ্যোৎস্নাকে জানিয়ো বিদায় বলেছি, সে আলোয় কৃতজ্ঞতা রেখেছি, যেখানে কষ্ট আমার সব ধুয়েছি। আর পাহাড়-চুড়া ছোঁয়া মেঘমালা, বরফ ঢাকা প্রান্তরদের, জানিয়ো ভালোবাসা এ প্রাণের, উষ্ণ অশ্রুই উপঢৌকন তাদের। ইতোমধ্যে ঝরে যাওয়া বর্ষার জল- বিদায়, তোমায় খুঁজবেনা আর দু'চোখ কোন অজানায়, উদাসী বিকেলের একাকীত্বে কিংবা রাতের চন্দ্রময়তায়। শুধু বলতে চাইবো, স্বপ্ন দেখেছিলাম, জানাতে চাই তোমায় ভালোবেসেছিলাম, তোমার কান্নার জলে ভিজে ভিজে খানিক কেঁদেছিলাম। অনুভব করেছি তোমার সখ্যতা-হৃদ্যতা মেঘের সাথে, তুমি স্বপ্নে রয়ে যাবে - স্বপ্নগুলো আজন্ম বৃষ্টিভেজা ছিল। [সংক্ষেপিত] ৩০/০৯/২০১৩
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.